| ५९ ] উপটৌকন প্রেরণ করিলেন। মহারাজ ঐ দেশ জয়করণ দুঃসাধ্য জানিয়া উহার স্বাধীনতা স্বীকার করিলেন এবং সীমা মিক পণ করিলেন। ইহার পরে সমসউদ্দিন নিশ্চিস্ত হইয়। পাট নার সমুখে হাজিপুর নগর নির্মাণ করিলেন যাহা এইক্ষণে মেলার নিমিত্তে খ্যাত আছে । তিনি ষোড়শ বৎসর বাঙ্গালায় রাজত্ব করিয়া লোকুস্তিরগত হইলে তাঁহার পত্র সেকসর ১৩৫৮ শালে ঐ রাজ্যে অভিষিক্ত হইলেন । " সমসউদিনের মৃত্যু সমাচার পাইয়। মহারাজ এক প্রস্তুত সৈন্য সংগ্রহ পূর্বক বাঙ্গালী দেশে আসিলেন, পিতার রাত নুসারে সেকন্দর আকদল্লালুমিক দুর্গে লুক্কায়িত হইলেন, মহারাজের সৈন্যেরা ইহা আক্রমণ করিলেন কিন্তু বৰ্মা আরম্ভ হও য়াতে তাহদের ইচ্ছা পরিত্যাগ করিতে হইল এবং মহারাজ ও কতিপয় হস্তি ভেট পাইয়া তথাহইতে গমন করিলেন । *১৩৬১ শালে পেরুয়ার নিকটে সেকন্দর আদিন নামক এক বৃহৎ মসজিদ করিয়াছিলেন যাহার অদ্যপি কতিপয় চিহ্ন অাছে এবং ঐ চিহ্নদ্বারা বোধ হয় যে মে মসজিদ অতি চমৎ কৃত ছিল। তাহার मूहे পত্নীর মধ্যে একেতে সপ্তদশ পূক্ত হয় অপরেতে এক পুত্র মাত্র। ঐ সহোদর রহিত পুত্র তাহার বিমাত। তাছাকে নষ্ট করিতে চেষ্টা করিতেছেন, ইহা জানিয়। রাজবাটী হইতে পলায়ন করিয়া এক প্রস্তুত সৈন্য সংগ্রহ করিলেন তাহাতে তাহার বৃদ্ধ পিতা ডাহার সহিত যুদ্ধার্থে নি জসৈন্য লইয় গমন করিলেন, কিন্তু এক যুদ্ধেতেই বৃদ্ধরাজ। মারা পড়িলেন। গ্যাসউদ্দিননামক পুত্র রাজসিংহাসনে অভিষিক্ত হইবা মাত্র অন্য ভ্রাতারদিগের চক্ষুরুৎপাটন করি লেন, কিন্তু তাহারপর ছয় বৎসর পর্যন্ত যথার্থ বিচারদ্বারা ঐ দেশ শাসন করিয়াছিলেন । তিনি অতি খ্যাত্যাপন্ন পার লীক কবি হাফিজকে নিজ সভায় আহ্বান করিয়া ছিলেন কিন্তু
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৩৫
অবয়ব