২৩ } fছলনা। সাসরস গ্রামে অৰ্দ্ধ ক্লোশ দীর্থে ও অৰ্দ্ধক্রোশ বিস্তারে এমত এক দীকিণর মধ্যে অতি চমৎকৃত তাহার গোরস্থান আছে। তাহীর মসজিদকে ভারতবর্ষীয় প্রধান অট্টালিকার মধ্যে গণনা করা যাইতে পারে, কিন্তু এইক্ষণকার রাজত্বের অধীন হও য়াতে ক্রমে২ নষ্টহুইতেছে। - সেরসাহের মৃত্যুর পরে মোগল কত্ত্বক বাঙ্গালী দেশ জয় পর্যন্ত ১৫৪৫ শাল হইতে ১৫৭৬ বৎসর পর্যন্ত একত্রিশ বৎস রের মধ্যে ঐ সিংহাসনে চারিজন রাজা হন, সেীরর পুল্ল সেলিম নিজ কুটুম্ব মহম্মদৰ্থীসুরকে বাঙ্গালাদেশের অধ্যক্ষ করিলেন তিনিও প্রভুর জীবদ্দশ্যপৰ্যন্ত অধীন থাকিয়। পরে স্বাধীন হইলেন, এবং জোয়ানপুর অঞ্চলে অনেক২ স্থান জয় করিয়া ১৫৫৫ শাপে মহারাজের সৈন্যtধ্যক্ষ দ্বারা পরাজিত হইলেন। তাহার, পূত্র বাহাদূর সাহ তাঁহার পশ্চাৎ রাজা হইয়। দ্বিতীয় বৎসরে মহারাজের সহিত যুদ্ধাথে যাত্রাকরিয়া মুঙ্গের দেশে এক যুদ্ধে তাহাকে পরাজিত করিয়া নষ্টকরলেন। তদবধি মৃত্যুকাল পর্যন্ত বাহাদূরের বাঙ্গালী ও বেহার দেশের রাজত্বে দৃঢ়তাইওয়াতে সচ্ছন্দতাৰূপে শাসন করিয়৷ ১৫৬০ শালে তিনি মৃত হইলে তাহার ভুতি। রাজা হইয়। তিন বৎসর পরে গৌড়ে থাকিয়া লোকান্তর গত হইলেন। তাহার পুল্ল যদ্যপিও অতি বালক ছিলেন তথাপি ঐ সিংহাসনে সকলে তাহীকে রাজা করিলেন; কিস্তু কিঞ্চিৎকালপরে তাঁহার প্রাণে আঘাত করিল। কার্সামি বংশীয় সলিমান নামক একজন খ্যাত্যাপন্ন পাঠান ১৫৬৪ শালে ঐসিংহাসন আক্রমণ করিয়া মহারাজের প্রতি যথার্থ মৰ্য্যাদা ও আত্মীয়তা প্রকাশ করিতে নানা প্রকার বহুমূল্য উপটৌকনের সন্থিত একজন নিজলোক প্রেরণ করিলেন, এই সুন্দর উপায় দ্বার সলিমান বাঙ্গাল দেশ নির্বিরোধে রাখিয় অস্তান্ত স্থান सञ्च कब्जिहरु श्रृंख् श्रेरजन ।
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৪৩
অবয়ব