বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २.e ) কালাপাহাড় প্রতিজ্ঞ করিলেন যে উড়িষ্ঠার মধ্যে কোন হিন্দুধর্মের চিত্ত্বও রাখিবেন না তিনি অতিশয় রেশধ જૂ ৰক স্বাক্ষণ দিগের অপকার করিলেন ও সফলু দেবালয় ཅ་ལྦེ་ এবং বিগ্রহ সকল নষ্ট করিলেন । এবং সকল অপেক্ষ তাহার কৃেধ জগন্নাথের যুৰুির প্রতি বিশেষত হইল৭ ইলয় পূর্বে দুইবার যখন ভিন্নদেশীয় শত্রুরা উড়িষ্ঠা আক্রমণ করিয়াছিল তখন তথাকরুিপুরোহিতেরা ঐ বিগ্রহ লইয়। পৰ্বতে পলাযম করিয়াছিলেন কিন্তু যখন কালাপাহাড় মন্দিরের নিকটে অসিলেন তখন পুরোহিত্তের তাঁহাদের ঈশ্বরকে অচ্ছাদিত করিয়া এক *कल्ले দ্বারা চিলক নামক দীম্বিকীয় তায়ে একগত্তে" পুতিমারাখিলেন । তথাপিও ঐ বিজয়ী ঐ বিগ্রন্থ লহতে প্রতিজ্ঞা করিয়া অনেক অনুসন্ধানের পরে ঐ গুপ্ত স্থান জানিতে পারিয়া .ঐ বিগ্রহকে খননকরিয়া তুলিলেন যাঁহাকে উড়িয়ার শ্রীজিউ কহেন পরে কালাপাহাড় পুরীর মধ্যে সকল বিগ্ৰহ ভগ্ন করিয়া এক হস্তিপূর্টে জগন্নাথকে গঙ্গাতীরে আনিয়। অধিক কাঠ সংগ্ৰহ পূর্বক একচিত নিৰ্মাণ করিয়৷ তাঁহাতে অগ্নিদিয়। ঐ বিগ্রহকে তন্মধ্যে মিঃক্ষেপ করিলেন । উহার নিকটস্থিত এক ব্যক্তি ঐ দন্ধ বিগ্রহকে অগ্নি হইতে আকর্ষণ করিয়া নদীমধ্যে ক্ষেপকরতে যেমন ঐ সদ্ধদন্ধ বিগ্রহ সু্যেতোমধ্যে ভাসিতেই চলিল জগন্ন খের এক দৃঢ়ভক্ত তাহার পশ্চাৎবর্তী হইয়া মখন বিরল দেখি লেম o: মধ্য হইতে ঈশ্বরীয় ভাগ অর্থাৎ বিষ্ণুপঞ্জর গইয়া ੇ উড়িষ্ঠায় উপস্থিত হইলেন। অতএব গজপতি ও গঙ্গবংশীয় রাজার। যে স্বাধীনতা এমত দীর্ঘকাল পর্যস্ত রক্ষ। করিয়াছিলেন তাহ একেবারে নষ্ট হইল”। কালাপাহাড়ের জন্ধের পরে একবিংশতি বৎসর ঐ রাজ্য অরাজক ছিল পরে উড়িয়ার এক্ষণকার খুর্দ রাজের পূর্বপুরুষকে ঐ সিংহাসনে স্থ钦