বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( లిసి ) এবং অবশিষ্ট লোকেরা পলায়ন করিল এই পরাজয়েতে গঞ্জলিসের সীমাণ হইল তাহার প্রতি সকলের বিশ্বাস একেবারে ভগ্ন হইল তিনি মন্দ্রীপে আসিলেন কিন্তু তাই অনুবৃত্তির তাককে পরিত্যাগ কৰিলেক । আরাকালের রাজ হার অণুসন্ধানে এক প্রস্তুত সৈন্য ও কতিপয় রণতরি লইয়া মন্দ্বীপে উপস্থিত হইলেন এবং তদেশ ও ভাঙ্গার নিকটস্থ তীর সকল অধিকার করিয়া ইতস্ততঃ সর্বত্র লুঠ করিলেন পরে শহর ও গ্রাম সকলে অগ্নি প্রদান করিয়৷ তক্রস্থিত লোকদিগকে দাস করিয়া আনিলেম ইহা উত্তম কারণ বশত বোধ হইতেছে যে এই ও ইহার উত্তরোত্তর আরাকানীয়দিগের উপত্রেীহেts সুন্দরবন হয় ঐ স্থানে পূৰ্বকালে অনেক ধনী ও পj. খুনী লোকের বসতি ছিল। যেসকল মূদ্র খননে পাওয়া যায় ও -অনেককালের বৃহৎ অট্টালিকার স্থায়িভাগ এবং যেসকল উত্তলোত্তম সরোবর ঐ বনমধ্যে দৃষ্ট হয় তাহাতে বিলক্ষণৰূপে জাম। যাইতেছে যে তথায় शूर्वकरण বসতি ছিল কিন্তু যখন মনুষ্য রহিত হইল তখনি বলময় হওয়াতে বন্যজন্তু সকলের বসতি স্থান হইল । ১৬১৮ সালে মহারাণী মুরজেহানের ভগিনীপতি ইলুমি খী বাঙ্গালার শুধাদার হইলেন এবং উtহার অধিকার কালেই ইংরাজের এদেশে বাণিজ্য আরম্ভ করিলেন। t ১৩০০ শালে ইলিজাবেথ নামে ইংলণ্ডের রাণী পূৰ্বদেশ বাণিজ্য করিতে লাঙনের কতিপয় বনিকদিগকে এক অনুমতি .*ख ८मन हे४ ইঞ্জিয় কোম্পানির মুল এই যে কোম্পানিতে ভূরতবর্ষের এই মহারাজ্য এইক্ষণে শাসন করিতেছেন। প্রথমত উৎ নবুর্যত এক কারখান। স্থাপনা করিলেন তথা হইতে পশ্যাণ্ডে আগ্রায় গমন করিলেন তৎকালে ঐ স্থানে মহ রান্ধের বসতি ছিল। পরে বেহারদেশে বহুমুল্য বাণিজ্য দ্রব্য