পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 88 ) তাহাদিগের নিজলোকের ও অনেক জাহাজে শক্রয় অগ্নি দিল এবং ঐ সকল জাহাজ নদীতে ভাসিতে নৌকার সাকোকে পোড়াইল । ছোটোয় বড়োয় তিনশত ছুইতে অধিক হইবে যেসকল নৌকা ঐনগুরের প্রস্তভাগে নোঙ্গর করিয়াছিল তাহার মধ্যে তিন খানি মাত্র রক্ষী পাইল ঐ বিজয়ি ব্যক্তির। ঐ স্থান লুঠকরিয় তাহাদিগের গিরিজ ও দেবমুত্তি ধ্ৰুংসকরলেন ; সহসু পোস্তুগিসের ঐ বেষ্টনে মরিলেন এবং স্ত্রীপুরুষ ও বালক ধালিক সমুদায়ে চারি সহসু চারি শত বদ্ধ হইলেন পূরেছি তের রাজসভায় প্রেরিত হইলেন এবং পরমসুন্দরীর সাজে হানের দিল্লীর অন্তঃপুরে প্রেরিত হইল হুগলিনগর এই প্রকারে মোগলদিগের হস্তগত হইয়া বাঙ্গালীর মধ্যে রাজকীয় বাণিজ্য স্থান হইল এবং সপ্তগ্রাম হইতে সরকারি দপ্তরখানা ও কাগজ পত্র আনীত হইল এবং ঐ স্থান পঞ্চদশশত বৎসর পর্যন্ত সৌভাগ্যভোগ করিয়া অবশেষে পল্লিগ্রামের দুরবস্থায় মগ্ন হইল। একজন ফৌজদার অথব সৈন্যধ্যক্ষ হুগলিতে নিযুক্ত হুইলেন এবং তাহার দোষবিষয় বিচার করিতে ভার থাকাতে তদবধি বিচারস্থানে সাহাতে দোষের সম্বন্ধ আছে তাহীকে ফৌজদারী বলবিীয় । ঐ ১১৩২ শীলে কুসিমর্থী শুবাদার মরিলেন । হুগলি স্থূংসহওনের দুই বৎসর পরে ইংরাজের সমুদ্রদ্ধার রাঙ্গালীয় বাণিজ্য করিতে মহারাজ হইতে অনুজ্ঞাপত্ৰ পাই লেন। ইহা কেবল বোটন সাহেবের মাহাত্ম্যদ্বারা সম্পন্ন হয় । ১৬৩৪ শালে মহারাজ সাজেহান দকানদেশে তাবুতে ছিলেন তৎকালে তাহার এক কন্য। বস্ত্রে অগ্নিলাগাতে অত্যন্তৰূপে দগ্ধ হইয়াছিলেন একারণে সুরতে ইংরাজদিগের কারখানায় তাহ দিগের চিকিৎসকের সাহায্য প্রার্থনায় সংবাদ প্রেরিত হইল কোপ্পানির এক জাহাজের চিকিৎসক বোটন সাহেব তথায়