বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 84 ) মগরের যে ক্ষতি হইয়াছিল তাহ শুধরিবার কারণ সাসুজ। অতিশয় যত্নকরতে ঐ নগর পূর্বাপেক্ষ উত্তম হইল। যুক্ত রাজমহলে আসিলে পুরে বোটন সাহেব উহার সম্বদ্বমা করিতে তথায় গমন করিয়াছিলেন । তৎকালে একজন রাণীর অতিশয় পীড়া হইয়াছিল বোটন সাহেবের সুখ্যাতি তার তবর্ষের সর্বত্র বিস্তীর্ণ হওয়াতে সুজা ঐ পীড়ার ব্যবস্থা করিতে তাহার নিকটে প্রার্থনা করিলেন । এবিষয়েও বেটেনসাহেৰ সুসিদ্ধ হওয়াতে তিনি রাজসভায় অতিশয় প্রিয় হইলেন এবং এতদেশের শাসনকৰ্ত মহাশয় বালেশ্বর হুগলি ও পিপলী এই তিন স্থানে কারখানা স্থাপন করিতে ইংরাজ দিগকে তাহ স্বারা অনুমতি করিলেন। আটবৎসর পর্যন্ত অতি সন্মান পূর্বক সুজ। বাঙ্গীলাদেশ শাসন করিলেন পরে তাহার পিতা হিংসা ও ভয় প্রযুক্ত তাহাকে পুনরাহান করিয়া কবল দেশের শাসন কৰ্ত্ত করিলেন। কিন্তু দুই বৎসরের মধ্যে তিনি পুনৰ্বার বাঙ্গণ লীর শাসনকৰ্ত্ত হইয় নয়বৎসর পর্যন্ত উত্তমৰূপে শাসন বর্ষর লেন তাহার অধিকারকালে এদেশ অতি অসম্ভব সৌভাগ্যযুক্ত হইয়াছিল। ইহার কারখানা সকল উন্নতিশীল হইল বাণিজ্য পুনৰ্বার বিস্তৃত হইল ইউরোপিয়ানের অতি বৃহৎ পরিমাণে স্বর্ণ ও রজত আনয়ন করিলেন যাহার দ্বার। রাজমহলের রাজসভা দিল্লীস্থ রাজসভার প্রতিৰূপ হইল উত্তমৰপে বিচার হইতে লাগিল এবং ঐ শুবাদার বিনয় ও ধৈর্য্যদ্বারা সকলপ্রজার প্রিয় পাত্র হইলেন এইৰূপ সৌভাগ্য ও নিৰ্বিরোধে নয়বৎসর গত कुंश्चान् এদেশের একপ অবস্থা অনেক শত বৎসর ੱਝ হয়। | অতঃপরে এই আনন্দ লক্ষণ একেবারে যুদ্ধ ও দুঃখে মগ্ন इड्रेल ! trद्दे দুঃখের সময় বর্ণনার পূৰ্বে আমাদিগের বলীউচিত হয় যে প্রায় ১৬৫৭শালে সাসুজ। এতদেশের রাজম্বের নূতন