বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( e६ ) সুশৃঙ্খল হইল তিনি সৈন্যদিগকে কহিলেন যে বালক রাজপু জ্ঞ নিবুদ্ধিতাপ্রযুক্ত পিতার ক্রোধের বিষয় হইলেন। তিনি বর্ষাব সনে তাহার সহিত যুদ্ধার্থে স্থির প্রতিজ্ঞ হইয় নৌকাসংগ্ৰহ করিতে অজ্ঞ করিলেন। মহাখদের আগমনে সজ অতি সন্তুষ্ট হইয়। রাজকুমার কুমারীর বিবাহ ঘটাপূর্বক সম্পন্ন করিলেন তাহাতে সমুদায় রাজসভাস্থের আনন্দিত হইলেন অনস্তর নদী কিঞ্চি, শুষ্ক হওয়াতে মীরজুমল{ সুতীতে অপজল সন্ধান করিয়৷ ঐ স্থানদিয়া নিজসৈন্য পার করিয়ী তদায় উপস্থিত হইলেন সুজা অবোধপূর্বক যুদ্ধের আপদে মগ্ন হইতে স্থিরকরিলেন একারণ তিনি সমূর্ণরূপে পরাজিত হইলেন ও উহার বিষয়কুৰ্ম্ম সকল একেবারে नेटेड्डेन পরে তিনি ও তাঁহার জামাত ঢাকায় পলায়ন করিলেন অতএব বিনা বাধায় মীরজুমল৷ তদায় প্রবেশ করিয়া প্রথমত তথাকার রাজকৰ্ম্ম স্থির করিলেন অনন্তর ঢাকায় গমন করিলেন তথায় সুজা পঞ্চদশশত মনুপ্তের অধিক । সংগ্ৰহ করিতে পারেন নাই তৎকালে তিনি জগতীয় ঘূণাস্পদ হওয়াতে মকর্তীথে গিয়া যাবজ্জীব ভজনীয় যাপন করিতে স্থির করিলেন চত্বরিংশং জন তাহার নিজ পরিবার ও অবশিষ্ট সস্পত্তি হস্তির উপরে লইয়া ত্রিপুর দেশ হইয়। চট্টগ্রামে উপস্থিত হইলেন তথায় তিনি দেখিলেন যে মক্কায় গমনোস্থ্যত কোন নৌকাদাই এবং অতি ভয়ানকসময় প্রযুক্তসমূদ্র নৌকা থাকিঙ্গে পারেন। অথচ পর তাহার প্রতি আক্রমণ করিতেছে অতএব আরাকানে পলায়ন ব্যতিরিক্ত অন্য কোন উপায় ছিল ন৷ এই প্রযুক্ত তথাকার রাজার নিকটে আপনার আগমনের সংবাদ জানাইতে এক দূত প্রেরণকরিলেন তাহাতে ঐ রাজা ডালকে বন্ধুবৎ ব্যবহার করিবেন এই উত্তর পঠাইলেন তিনি সপল্লিধীয়ে সুখপুর্বক আরাকান নগরে রছিলেন এবং তথাকার লোকের প্রথমত তাহার প্রতি দয়ালুৰুগে ব্যবহার করিয়াছিল অপে