( 88 ) মধ্যে অনেক নিকটস্থ রাজার বিদ্রোহচারী হইয়াছিলেন তাহার মধ্যে কুচবেহারের রাজা স্বাধীন হইয়। আসামদেশের কিয়দংশ আক্রমণ করিয়াছিলেন এবং বুক্ষপল্লৱদপৰ্যন্ত এফ প্রস্তুত সৈন্য পাঁঠাইয়। ঢাকাশহর লুঠ করিয়াছিলেন ১৬৬১ শালে মীরজুমলা এই সকল স্নপকারের প্রতিফল দিতে তাহার দেশে গমন করিলেন তথাকার রাজা বনমধ্যে পলায়ন করাতে মীরজুলে ঐ রাজধানী অধিকার করিয়া আলমগীরনগর এই নামে তাঙ্গীর পুরাতন নাম পরিবত্ত্ব করিলেন কিন্তু ঐ পরিবর্ত বহুকাল স্থায়ী হইল না মীরভূমূল অতি ভক্ত মুসলমান ছিলেন স্থিনি জাপন যুদ্ধাস্ত্রদ্বারা অতি প্রসিদ্ধ নারায়ণের বিগ্রহ ছেদ করিলেন এবং ঐ মন্দিরের ছাতের উপরি অনেক মুসলমান দিগকে আহৰন করিয়া ভজনা করিতে কহিলেন পরে কুচবেইরি শাসন করিতে যেজনকে নিযুক্ত করলেন তাহার প্রতি এইৰূপ উপদেশ করিলেন ষে তিনি হিন্মুদিগের মন্দির ভগ্ন করিয় তাহীর পরিবর্ত্তে মসজীদ নিৰ্মাণ করিবেন । অন্যান্য বিষয়ে ঐ শুবাদার অতিসদ্বিচার করিতেন তাহার সৈন্যের লুঠুকরিলে তাহাদিগের দণ্ড করিতেন এইৰূপে প্রজাদিগকে উীহার অধীশে সুস্থ রাখিতে চেষ্টাকরিলেন এবং রাজার পুল বিলুনারায়ণকে মুসলমানহইতে প্রবৃত্তি দিলেন। পর্বতীয় দেশব্যতীত সমুদায় কুচবেহার বাঙ্গালীর এক অংশ করিলেন এবং তথাকার রাজস্ব দশলক্ষ মুদ্রা নিৰ্দ্ধারিত করিয়া চত্তদশ গুড় অশ্বাঢ় ও দুইসহমু বন্ধুক্ষধারিসৈন্য তথাকার রক্ষার্থে রাখিয় আসামদেশজয়করিতে প্রস্থান করিলেন। বুহ্মপুত্র নদপর্যন্ত প্রস্থান করিতে খাদ্যদ্রব্য ও অক্সাদ নৌকায় আরোপণ করিয়ারঙ্গমূৰ্ত্তিতে ঐ নদ পরিহইয়। এক নুতন পথ নির্মাণ করিয়া সসৈন্যে স্থলপথদিয়া চলিলেন সে পঙ্গের চিকু আছাপি আছে। এইক্সপে গমন অতিকুৈশকর, হইল
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৭৪
অবয়ব