বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( aa ) এবং সমস্তদিনে অৰ্দ্ধক্রোশ বা এককোঁশের অধিক হইত না ? অসীম দেশীয়ের মধ্যে২ সৈন্যদিগকে পথে বিরক্ত করিত এবং নৌকাসকল আকর্ষণ করিতে সৈন্যদিগের সত্যস্ত ক্লেশকর হইত কিন্তু মীরকুল তাহাদিগের সহিত সমান পরিশ্রম করাতে ও প্রায় সর্বদা সমস্তদিন পদব্রজে গমন করাতে সৈন্যমধ্যে কোন কথার উত্থিতি হয় নাই অবশেষে মোগল সৈন্যেরা সিম্মুলাই উপস্থিত হইলেন যেখানে ক্ষুদ্রপৰ্বতোপরি একদুর্গে বিংশতি সহ মনুষ্ঠ ছিল ও সেস্থানে যুদ্ধে েপয়োগি অনেক নৌকীদ্বারা সুরক্ষিত ছিল আসামদেশীয়ের রাত্রিমধ্যে তথtছইতে পলায়ন করিলেন অনস্তর ঐ শুব দীর গরগানমিক রঞ্জিধানীতে উপস্থিত হওয়াতে তৎস্থান অনায়াসে তাহীর হস্তগত হইল তথাকার রাজা পৰ্বতোপরি পলায়ন করিলেন এবং অনেক প্রধানলোকের মোগলদিগের সহিত সন্ধিকরিতে শপথ করিলেন অতএব মীরজুমলা সাহসপূর্বক মহারাজকে লিখিলেন যে তিনি চীনদেশপর্যন্ত পথ করিয়াছেন ও আগামিযৎসরে পেকিননগরের ভিত্তিতে মুসলমানদিগের জয়পতাকা স্থাপন করবেন মহারাজ জেঞ্জিস্থার তুস্ত উtহীৱ জয়বিবেচনা করিয়া সন্তোষপূর্বক ভাঁহার বিজয়ি সৈন্যধ্যক্ষকে নূতন খ্যাতিদিলেন। কিন্তু অতঃপর এক দৈবদুর্ঘটনা উপস্থিত হইল ১৬৬২ শালে অতিশয় বর্ষ। আরম্ভ হওয়াতে ব্ৰহ্মপুত্রের সকল চর জলপুীবিত হইল একারণ অশ্বদিগের আহরের অতিকষ্ট হওয়াতে অশ্বাৰা সৈন্য সকল নিরর্থক হইল থাকার রাজ পৰ্বতের গুপ্তস্থান হইতে বহিভূত হইয়া মুসলমানদিগের অtহার রোধের চেষ্ট্রাকরিতে লাগিলেন এবং শিবিরমধ্যে একমরক উপস্থিত হইয়া অনেকলোক সংহার ক্ষরিল । যাহারী অগ্রসর হইয়াছিল ও যাম্বর পশ্চাৎছিল উভয়েই তুল্যৰূপে মন্ধিতেলাগিল। এই দুরবস্থার বর্ষাকাল যাপন করিয়া বর্ষাব