পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ४१ ) উtহীর নিমিত্ত্বে খেদ করিয়াছিলেন এবং মহারাজ যিনি তঁহার দ্বারা রাজত্ব প্রাপ্ত হইয়াছিলেন তাম্বার মৃত্যু শ্রবণে অত্যন্ত শোকাবিঃ হইলেন । -- পঞ্চম অধ্যায় ধীরজুমলার মরণীনস্তর অবশ্লেব সইস্তখাকে বাঙ্গালীর শুবাদার করলেন তিনবৎসরকাল দুই অন্য শুদাদার তাহার কম। করিয়াছিলেন উদ্ভিন্ন ১৬৬২ শাল অবধি ১৬৮৯ শাল পর্যন্ত তিনি বাঙ্গাল শাসন করিয়ছিলেন। এই সময় বিলক্ষণ বর্ণনুর ভnবশ্যক কারণ এইকালে মোগল রাজ্যাধিকারীও ভিন্ন দেশীয় বনিকদিগের মধ্যে বিশেষত যেস্থানে এক্ষণে কলিকাতানগর আছে ঐস্থানে সাহস্তথার অধিকায়ের শেষে প্রথমত বাস করি .লেন যেসকল ইংরাজলেীক তাহাদিগের মধ্যে অনেক বিবাদ হয় । সাইন্তর্থ প্রসিদ্ধ লুরজেহানের ভগিনীপুত্র ছিলেন । ১৬৬৩শীলে তাহার পদপ্রাপ্তিকালে ইঃ ইণ্ডিয়া কোম্প,নি মাদ্রাজের রাজধানীর অধীনে বাঙ্গালীয় প্রথমে কারখানা স্থাপুম করিলেন এবং বালেশ্বর ও কাশীশ্বাজারে ইহার স্বৰূপ-কারখান! স্থাপন করিতে উপদেশ করিলেন। § ১৬৬৩ শালের প্রথমে কাশীশ্বাজারে কারখানা হয় সে মা ! শম্ন সেখানকার কর্মধ্যক্ষ ছিলেন তিনি এদেশীয় ভাষা শিক্ষাকরিয়াছিলেন তাহার নাম মারসাল ১৬৭৪ শালে তিনি সংস্কৃত হইতে স্ত্রীভাগবতের কিয়দংশ ইংরাজী করিয়াছিলেন ইংরাজলোকের মধ্যে প্রথমে তিনি এই প্রাচীন ভাষা শিক্ষা করিয়াছিলেন । ‘. . সাইন্তর্থ প্রথমত আরাকানদেশে মনোযোগ করিলেন তথা । কার রাজ দেখিলেন যে সুলতান জার প্রাণনাশেও মোগলের বিরক্ত হুইলেন না এবং অসীমদেশে মীরজুমলার ஒள শুনিম। অতিশয় সাহসী হইলেন তিনি নিরাশয় ইউরোপীয়লোক