বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ७g ) নিকটে এমত স্পষ্টৰূপে জানাইলেন । যে তিনি ইংরাজদিগের উগরি অত্যন্ত কুদ্ধ হইলেন এইৰূপে তাহাদের বাণিজ্য সংতে! ভাবে বিশৃঙ্খল হইল তাহাদিগের জাহাজ সকল অদ্ধেক হ ইতে ও অস্পতার লইয়। প্রত্যাগমন করিল এইবিবাদ দ্বারা ওল দাজ দিগের নিজবাণিজ্য বৃদ্ধি করিতে অনেক উপক্ষার হইল এই সময়ে তাহীর চুচূড়ায় বসতি সুরক্ষিত করিলেন ১৬৮৭ শিলে ঐ দুর্গ সমাপ্ত হইল তাহাতে চারি বরুজছিল এবং এতদ্ধে শীয় কোন আক্রমণে ভয় ছিল না ঐ দুর্গের নাম গন্তাবস রহিল ওলন্দাজের ঐ স্থানে দৃঢ়তর রাজকীয় কর্মের নিয়ম করিলেন কিন্তু তৎকালে ইংরাজের বাঙ্গালীয় থাকিতে পারেন কি না এমত সন্দিগ্ধ হইলেন। চুচূড়ার অধীনে ওলন্দাজদেগের আর দুই স্থান ছিল এক বরনগর অপর ফলত ফলতাতে প্রায় তাহাদি গের জাহাজ নোঙ্গর করিয়া থাকিত । r অতঃপর ইংরাজের দেখিলেন যে র্ত হাদিগের দুই গতি আছে এক বাণিজ্য ত্যাগ করুন অথবা শক্তি প্রকাশ করুন ইহার শেষ বিষয়ে স্থিরপ্রতিজ্ঞ হইয়। ইংলণ্ডের রাজা দ্বিতীয় জেমসের নিকটে প্রার্থনা করাতে তিনি বাঙ্গালার নবাব ও তাহার প্রভূ মহারাজ অরেঞ্জেবের সহিত যুদ্ধ করিতে অনুমতি দিলেন নিকলসনৃনামক নাবিকসৈন্যাধ্যক্ষের অধীনে দশখান যুদ্ধজাহাজ গেরিত হইল তাহাতে ছয়শত সৈন্যfছল এবং ঐ কৰ্ত্তার প্রক্তি অজ্ঞ ছিল যে কোম্নানির ভূতগণ ও সল্পত্তি জাহাজে লইয়। চট্টগ্রামে যাইবেন ওতৎস্থান আক্রমণ করিয়া সুরক্ষিত করবেন একারণে তহীর সহিত, দুইশত কামান প্রেরিত হইয়াছিল তাঙ্কার প্রক্তি অপর আজ্ঞা ছিল যে মোগলদিগের চিরন্তনশত্ৰু, আরাক্তানের রাজার সহিত সন্ধি করবেন হিন্দুজমিদার দিগের স্বাঞ্ছনা করিবেল ও কর আদায়ু করিবেন এবং মুক্সালয় স্থাপন করিবেন ফলত রাজ্য আরস্ত ফরিবেন।