( १९ ) গিরিজার অঙ্গন মধ্যে নিখাত আছেন ঐৰূপ বরাকপুরের উন্নতির অদিকারণ তিনি ছিলেন অতএব তাঁহার নামানুসারে অদ্যাবধি এতদেশীয় লোকের ঐ স্থানকে চাণক বলিয়। থাকেন । অতঃপর নির্বিবাদে কৰ্ম্ম চলিল বাঙ্গালায় বাণিজ্য যদ্যপিও সংক্ষিপ্ত তথাপি দৃঢ়ভাবে ছিল এই সময়ে কোম্পানিরা দেখি লেন যে যাবৎ উtহার অতিক্ষুদ্র সুতানুটী গ্রামমধ্যে বদ্ধ আছেন তাবৎ কোন কৰ্ম্ম করিতে পরিবেন না ১৬৯৪ শীলে ঐস্থানের মাসিক রাজস্থ একশত ধষ্টি মুদ্রার অধিক ছিল না অতএব তাহঁর নিকটবত্তি কতিপয় গ্রাম প্রাপ্ত হইতে এবং তথা হইতে রাজস্ব উৎপন্ন করিতে নিতান্ত ইচ্ছ,ক হইলেন কারণ তাহা হইলে অধিক রক্ষার সম্ভাবন করিতে পারেন। ইতিমধ্যে কাপ্তান কিডসাহেব কোম্নানির অধীনত। ব্যতিরেকে ভারতবর্ষে বাণিজ্য করিতে অনেক ভদ্রলোকার। প্রেরিত হইয়া নাবিক তস্কর হইলেন এবং মক্কাগমনোদ্যত অনেক তীর্থ যাত্রির সহিত দুইখান মোগলদিগের জাহাজ বলপূর্বক গ্রহণ করিলেন ইহাতে মহারাজ অতিশয় ক্রোধ ष्ट्रि७ रहेग्ना কোম্পানি ও অন্য ইংরাজ বণিকদিগের মধ্যে বিশেষ জ্ঞান না করিয়া সমূদায় কোম্নানির কারখানা আক্র মণ করিতে এবং উহাদের বাণিজ্য রোধ করিতে আজ্ঞা করিলেন বাঙ্গালার শুবাদার ইলুহিম খাঁ কলিকাতায় তদু লোকদিগন্ধুেরন্তু করিয়া গুপ্তভাবে ক্রমাগত বাণিজ্য করিতে ১৬৯৫ শীলে এক দৈর্ঘটনীদ্বার ইংরাজের ও অপর ভিনদেশীয়ের নিজ মানস সমূর্ণ করিলেন অর্থাৎ আপদ, কারখান। সুরক্ষিত করিলেন যে মানস সিদ্ধি করিতে উৎকোচ दांद्रा ७ दिनग्नद्यांद्र! अनूछ रुग्न नॉ३ । दक्षभाँन अक्षरण cजश्
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৯২
অবয়ব