পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 বাঙ্গালার ইতিহাস গোলাম হোসেন সলিম রিয়াজ-উস-সালাতীনে ইলিয়াস শাহ ও ফিরোজত্ব শাহ সম্বন্ধে একটি কাহিনী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । একডাল অবরোধের সময়ে মুসলমান সাধু শেখ রাজা বিয়াবানির মৃত্যু হইয়াছিল । সুলতান, শমস উদ্দীন ইলিয়াস শাহ তাহাকে অত্যস্ত ভক্তি করিতেন এবং তিনি ছদ্মবেশে উক্ত সাধুর শবের সহিত গোরস্থানে গিয়াছিলেন। সাধুর শব সমাধিস্থ হইলে তিনি বাদশাহ ফিরোজ শাহের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন । ফিরোজ, শাহ তাহাকে চিনিতে পারেন নাই, কিন্তু পরে এই কথা শুনিয়া দুঃখ প্রকাশ করিয়াছিলেন ৬৯ ৷ ফিরোজ শাহ একাদশ মাস গোঁড়াভিযানে ব্যাপৃত ছিলেন এবং এই যুদ্ধে এক লক্ষ অশীতি সহস্র বাঙ্গালী সৈন্য নিহত হইয়াছিল রিয়াজ-উস্-সালাতীনকার বলেন যে, বর্ষাকালের আশঙ্কায় ফিরোজ শাহ ইলিয়াস্ শাহের নিকটে সন্ধির প্রস্তাব করিয়াছিলেন । ইলিয়াস শাহ ও একডালায় অবরুদ্ধ থাকিয়া নানা প্রকার অসুবিধা বোধ করিতেছিলেন এইজন্য তিনিও কিয়ৎপরিমাণে অধীনতা স্বীকার করিয়া সন্ধির প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। ফিরোজ শাহের আদেশে শমস্-উদ্দীনের পুত্র ও গৌড়রাজ্যের অন্যান্য বন্দী মুক্ত হইয়াছিলেন। পরে একডালার অবরোধ পরিত্যাগ করিয়া তিনি দিল্লীতে প্রত্যাবর্তন করিয়াছিলেন বদণওনীর গ্রন্থেও সন্ধির কথা দেখিতে পাওয়া যায় ৭২ ৷ কিন্তু সমসাময়িক ঐতিহাসিক শমস্-ই-সিরাজ আফিফত-রচিত তারিখ-ই-ফিরোজ শাহীতে সন্ধির কথা নাই, পরন্তু আফিফা বলিয়াছেন যে, ফিরোজ শাহ প্রত্যাবর্তন করিলে শমস্-উদ্দীন ইলিয়াস শাহ একডালায় (সম্ভবতঃ পাণ্ডুয়ায়, কারণ একডাল সৰ্ব্বদা ইলিয়াস শাহের অধিকারভুক্তছিল) প্রবেশ করিয়া (ফিরোজ শাহ কর্তৃক নিযুক্ত) শাসনকৰ্ত্তাকে বধ করিয়াছিলেন ৭৩ । তবকাৎ-ই-আকৃবরীতেও সন্ধির কথা আছে । নিজামূ-উদ্দীন আহমদ অনুসারে ফিরোজ শাহ রবিউল-আউয়ল মাসের সপ্তম দিবসে একডালায় উপস্থিত হইয়াছিলেন । উক্তমাসের উনত্রিংশ দিবসে (৬৯) রিয়াজ-উস-সালাতন, ইংরজি অনুবাদ, পৃঃ ১০২ ৷ (ao) Elliot's History of India, Vol. 1II, p. 297. **) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি, অনুবাদ, পৃঃ ১০২ ৷ (২) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৩২৫ । (*) Elliot's History of India, Vol. III, p. 298, (৭৪) তথকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ২৪৫।