পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'308 বাঙ্গালার ইতিহাস পাওয়া যায় যে, বলবনবংশীয় বাঙ্গালার সুলতান গিয়াস-উদ্দীন বহদির শাহের বিরুদ্ধে যখন গিয়াস্-উদ্দীন তোগালকৃ শাহু যুদ্ধযাত্রা করিয়াছিলেন, তখন লক্ষ্মণাবতীর অধীশ্বর সুলতান নাসির-উদ্দীন তীরভূক্তিতে আসিয়া সুলতান গিয়াস-উদীনের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। এই সময় তীরভূক্তি দেশের রায় ও রাণাগণ বাদশাহের অধীনতা স্বীকার করিয়াছিলেন ধূর্তসমাগম নাটকায় দেখিতে পাওয়া যায় যে, মুসলমান সেনার সহিত হরসিংহদেবের ঘোরতর যুদ্ধ হইয়াছিল গিয়াসূ-উদ্দীন তোগলক শাহ ৭৩৪ হিজরায় (১৩২৪ খৃষ্টাবে) গৌড় ও সুবর্ণগ্রাম আক্রমণ করিয়াছিলেন । সুতরাং উক্তবর্ষের পরে ধূর্তসমাগম নাটক রচিত হইয়াছিল ১৭ । এই নাটক হরসিংহদেবের সম্মুখে অভিনীত হইয়াছিল সুতরাং তিনি অন্ততঃ ১৩২৫ অথবা ১৩২৬ খৃষ্টাব্দ পর্য্যন্ত জীবিত ছিলেন। জয়প্রতাপমল্পের শিলালিপি ও বার্লিনে রক্ষিত বংশাবলী অনুসারে নৃসিংহ বা নরসিংহদেবের পূর্বপুরুষ কিন্তু বিদ্যাপতির ভূপরিক্রমণ অনুসারে তাহাকে হরসিংহদেবের উত্তর পুরুষ বলিয়াই বোধ হয়। ভূপরিক্রমণ অনুসারে হস্তিনাপুরে যবন রাজা মহম্মদ, কাফর রাজার সহিত যুদ্ধে পরাজিত হইয়া পশ্চাদপদ হইলে তিনি কার্ণাটক কুলসম্ভব নৃসিংহদেব ও চৌহানবংশীয় চাচ্চিকদেবের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলেন ১৮ । হস্তিনাপুরের যবন রাজা মহম্মদ দিল্লীর সুলতান মহম্মদ-বিন্‌-তোগলক শাহ ব্যতীত অপর কেহ হইতে পারে না । গিয়াস্-উদ্দীন তোগলক শাহের মৃত্যুর পরে মহম্মদ পিতৃ-সিংহাসন লাভ করিয়াছিলেন, সুতরাং নৃসিংহ বা নরসিংহ হরসিংহদেবের পরবর্তী এবং সম্ভবতঃ উত্তর পুরুষ ছিলেন। দানপদ্ধতি প্রণেতা রামদভ (28) Elliot's History of India, Vol. III, p. 234. (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 412. (১৬) মণ্ড খৰ-উৎতওঁয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ২৯৯। (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, *wseries, vol. II, p. zo. - (*) Catalogue of Manuscripts in the Sanskrit Collège, Calcuttà. Vol. VI, p. 79, Fol. 27 •—o,