পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

30కి বাঙ্গালার ইতিহাস শাহী অনুসারে সুলতান ফিরোজ শাহ ৭৫৪ হিজরায় শওয়াল মাসের দশম দিবসে (৮ই নভেম্বর ১৩৫৪ খৃষ্টাব্দে ) দিল্লী হইতে শমস উদ্দীন ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়া ৭৫৫ হিজরায় শাবান মাসের দ্বাদশ দিবসে (১লা সেপ্টেম্বর ১৩৫৫ খৃষ্টাব্দ) দিল্লীতে প্রত্যাবর্তন করিয়াছিলেন ২৫ । সুতরাং ১৩৫৪-৫৫ খৃষ্টাব্দের শীতকালে ফিরোজ শাহ তীরভূক্তির মধ্য দিয়া কৌশিক পার হইয়াছিলেন। ফিরোজ শাহ কখন তীরভূক্তিতে আসিয়াছিলেন, তখন কার্ণাটক বংশের কোন রাজা তীরভূক্তির অধিপতি ছিলেন, তাহ বলিতে পারা যায় না । নরসিংহদেব তখনও পর্য্যন্ত জীবিত ছিলেন কি না তাহাও জানিতে পারা যায় নাই । কার্ণাটক বংশের শেষ রাজা রামসিংহদেব। জয়প্রতাপমল্লের শিলালিপি অনুসারে রামসিংহ নরসিংহদেবের পুত্র ২• । তিনি ১৪৪৬ বিক্রম সম্বৎসরে অর্থাৎ ১৩১০ খৃষ্টাব্যে জীবিত ছিলেন, কারণ র্তাহার রাজ্যকালে উক্তবর্ষে পৌষমাসের চতুর্দশ দিবসে শুক্লপক্ষে শুদ্ধিকল্পতরুর একখানি পুথি লিখিত হইয়াছিল ২s । রামসিংহদেব মিথিলায় বিদ্যাচচ্চর্ণর উৎসাহ প্রদান করিতেন । র্তাহার সদস্য শ্রীকর আচাৰ্য্য অমরকোষের ব্যাখ্যামৃত নামক এক টীকা রচনা করিয়াছিলেন । র্তাহার রাজ্যকালে রত্নেশ্বর মিশ্র, সরস্বতীকণ্ঠাভরণ নামক অলঙ্কার গ্রন্থের রত্নদর্পণ নামক একখানি টীকা প্রণয়ন করিয়াছিলেন এবং পৃথ্বীশ্বর আচার্য্য মৃচ্ছকটিকের একখানি টীকা রচনা করিয়াছিলেন ২৮ । - কার্ণাটক রাজবংশের অধিকারকাল মিথিলায় বিদ্যাচর্চার গৌরবময় যুগ । চণ্ডেশ্বর ঠাকুর ও র্তাহার জ্ঞাতিবর্গ এবং শ্ৰীদত্তোপাধ্যায়, ভবশৰ্মা, হরিনাথ উপাধ্যায়, ইন্দ্রপতি, লক্ষ্মীপতি প্রমুখ পণ্ডিতগণ নব্যস্মৃতির চর্চা আরম্ভ করিয়াছিলেন। সুপারচয়িত পদ্মনাভদত্ত ২১ ও র্তাহার ছাত্রবৃন্দ ব্যাকরণ শাস্ত্রে নবরীতি আরম্ভ করিয়াছিলেন। ভানুদত্ত মিশ্ৰ কামশাস্ত্র ও অলঙ্কারশাস্ত্র সম্বন্ধে কতকগুলি গ্রন্থ রচনা করিয়াছিলেন । কবি শেখরাচাৰ্য্য জ্যোতিরীশ্বর ! ينهه ,ولاه : ف (هه) (A*) Indiam Antiquary, Vol. XI, p. 189. , (২) গভর্ণমেন্টের পুধি নং ৪:০১, পৃঃ ২খ। (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, INew Series, Vol. XI, p, 414. (A») Ibid, Vol, III, p. 207.