পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ त्रब्रिट्ष्झष እQዋ মৈথিলী ভাষা সম্বন্ধে বর্ণরত্নাকর নামক একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন এবং ভবদত্ত নৈষধচরিতের একখানি টকা প্রণয়ন করিয়াছিলেন “ । বার্লিনে রক্ষিত নেপাল রাজবংশাবলীতে কৰ্ম্মসিংহ, ভবসিংহ, বল্লারসিংহ এবং রাইটের (Wright ) নেপালের ইতিহাসে মতিসিংহ, শ্যামসিংহ প্রভৃতি কার্ণাটক রাজবংশের রাজগণের নাম আবিষ্কৃত হইয়াছে ৩১, কিন্তু ইহাদিগের রাজ্যকাল বা পরিচয় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। কার্ণাটকবংশীয় ক্ষত্রিয়রাজগণের অধঃপতনের পরে শ্রোত্রিয় ব্রাহ্মণবংশীয় রাজপণ্ডিত কামেশ বা কামেশ্বর মিথিলার অধিকার লাভ করিয়াছিলেন । কি প্রকারে কার্ণাটক রাজবংশের অধিকার লোপ হইয়াছিল এবং তীরভূক্তি ও মিথিলা রাজপণ্ডিত কামেশ্বরের হস্তগত হইয়াছিল, তাহা অদ্যাবধি জানিতে পারা যায় নাই। বিদ্যাপতি কামেশ্বরের সম্পূর্ণ নাম ওষ্ঠাতার রায় এবং রাজপণ্ডিত উপাধি লিপিবদ্ধ করিয়া গিয়াছেন " । কামেশ্বরের অন্ততঃ দুই পুত্র ছিল, তন্মধ্যে জ্যেষ্ঠপুক্স ভোগীশ্বর র্তাহার মৃত্যুর পরে মিথিলার অধিকার লাভ করিয়াছিলেন। পদাবলীতে বিদ্যাপতি র্তাহার রায় উপাধি এবং পদ্মাবতী নাম্নী পত্নীর নাম লিপিবদ্ধ করিয়াছেন ৩৩ । বিদ্যাপতি রচিত কীৰ্ত্তিলতা অনুসারে দিল্লীশ্বর সুলতান ফিরোজ শাহ ভোগীশ্বরের বন্ধু ছিলেন “ । এতদ্ব্যতীত কামেশ্বর বা ভোগীশ্বর সম্বন্ধে অন্য কোন পরিচয় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । "সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস শাহের মৃত্যুর পরে তাহার জ্যেষ্ঠপুত্ৰ পিতার মৃত্যুর তৃতীয় দিবসে সিকন্দর শাহ উপাধি গ্রহণ করিয়া গৌড়ের । সিংহাসনে আরোহণ করিয়াছিলেন এ । সম্ভবতঃ ৭৫৯ হিজরায় (১৩৫৮ (**) Ibid, Catalogue of Sanskrit Manuscripts in the India office Library, nos. 3830-31, (**) Bendall's Catalgue of Buddhist Sanskrit Manuscripts in the University Library, Cambridge, p. xv. (*) Rajendra Lala Mitra, Notices of Sanskrit Manuscripts, Vol. V. p. 137, No 1830; R. G. Bhandarkar, Report on the search of Sanskrit Manuscripts in the Bombay Presidency. 1883-84 p. 352. (००) गंगाबनी-वैवृङ मtश्रथमांथ सख नन्नानिउ, नरषr v०० ।। (es) *छर्मरबाकेब ५"थि, विठौद्र नब्रव, श्रृंa s । (**) बिशांच.-छेन.-जानाडौम. रेtबाथि जइवांग शृः १००-४ ।।