পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ SON নামক প্রাসাদে অবস্থান করিতে দিয়াছিলেন। সুলতান ফিরোজ শাহ দিল্লীতে আসিয়া উপস্থিত হইলে তাহার আদেশে দ্বিতীয় গোঁড়াভিযানের উদ্যোগ আরন্ধ হইয়াছিল। লক্ষ্মণাবতীতে শমস-উদ্দীন ইলিয়াস শাহ যখন শুনিলেন যে, ফিরোজ শাহ দ্বিতীয়বার গোঁড় আক্রমণের উদ্যোগ করিতেছেন, তখন তিনি একডালায় অবস্থান নিরাপদ নহে মনে করিয়া সুবর্ণগ্রামে পলায়ন করিলেন। ফিরোজ শাহ ৭৬০ হিজরায় খা-ই-জইাকে প্রতিনিধি স্বরূপ দিল্লীতে রাখিয়া দ্বিতীয় গোঁড়াভিযানে যাত্রা করিয়াছিলেন । র্তাহার সহিত সপ্ততি সহস্ৰ অশ্বারোহী, চারিশত সত্তরটি হস্তী এবং অসংখ্য পদাতিক যাত্রা করিয়াছিল ৩৮। খা-ই-আজম্ তাতার র্থ মুলতানে প্রেরিত হইয়াছিলেন । ফিরোজ শাহ কনৌজ ও অযোধ্যার পথে জৌনপুরে আসিয়া ছয়মাস অবস্থান করিয়াছিলেন ৩১ । ছয়মাস পরে ফিরোজ শাহ যখন গোঁড়াভিমুখে যাত্রা করিলেন, তখন শমস উদ্দীন ইলিয়াস শাহের মৃত্যু হইয়াছে এবং সিকন্দর শাহ গৌড় ও বঙ্গের অধিকার লাভ করিয়াছেন । ফিরোজ শাহের যাত্রার সংবাদ পাইয়া সিকন্দর শাহও তাহার পিতার স্বায় জলবেষ্টিত একডাল দুর্গমধ্যে আশ্রয় গ্রহণ করিলেন । বাদশাহের সেনা তৃতীয়বার একডালা স্বর্গ অবরোধ করিল • • । রিয়াজ-উস-সালাতীন অনুসারে সিকন্দর শাহ সিংহাসনে আরোহণ করিয়া সুলতান ফিরোজ শাহের প্রীত্যর্থে পঞ্চাশটি হস্তী দিল্লীতে প্রেরণ. করিয়াছিলেন মন্তখেবত-উৎ-তওয়ারিখ ১২ ও তবকাং-ই আকবরী ও অনুসারে ফিরোজ শাহ জফরাবাদ হইতে সৈয়দ রসূলদারকে দৃত স্বরূপ লক্ষ্মণাবর্তীতে প্রেরণ করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতীনে জফরাবাদ হইতে দূত প্রেরণের কথা দেখিতে পাওয়া যায়, কিন্তু দূতের নাম লিপিবদ্ধ হয় নাই 8 ಕಿ ! (*) Elliot's History of India, Vol. III, pp. 304–5. (es) Ibid, pp. 306–7. - (so) Ibid, p. 308, (৪১) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০৪। (৪২) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৩২৮। (৪৩) তৰকাং-ই আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ২৪৬। {ss) बिद्राच.-छैन.-गाणांउँौम, रेरब्राणि चङ्गबांह श्रृंः ५०९ ।।