পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ పిపిసి আইনের বিধান অনুসারে আমি অদ্য বিচারালয়ে উপস্থিত হইয়াছি, কিন্তু অদ্য তোমাকে আইনের বিধান হইতে বিচলিত হইতে দেখিলে এই তরবারীর দ্বারা তোমার মস্তক ছেদন করিতাম।” প্রত্যুত্তরে কাজী মসনদের নিম্ন হইতে চাবুক লইয়া বাদশাহকে দেখাইলেন এবং কহিলেন, “অদ্য আপনাকে আইনের বিধান হইতে বিচলিত হইতে দেখিলে আমি এই কশাঘাতে আপনার পৃষ্ঠদেশ দীর্ণ করিতাম” ১২ । গিয়াসূ-উদ্দীন আজম শাহ যোধপুররাজ্যে নগোর নগরবাসী শেখ হামিদ-উদ্দীন কুঞ্জনশীনের ছাত্র ও প্রসিদ্ধ মুসলমান সাধু শেখ নূর কুতব্য-উল্‌-আলমের সতীর্থ ছিলেন। রিয়াজ-উস্-সালাতন অনুসারে ৭৭৫ হিজরায় (১৩৭৩ খৃষ্টাব্দে ) সুলতান গিয়াস-উদ্দীন আজম শাহের মৃত্যু হইয়াছিল ১৩, কিন্তু মুদ্রাতত্ত্বের প্রমাণ অনুসারে সিকন্দর শাহ ৭৯২ হিজরায় (১৩৮৯ খৃষ্টাব্দ ) ও গিয়াস-উদ্দীন, আজম শাহ ৭৯৯ হিজরা (১৩৯৬ খৃষ্টাব্দ) পর্য্যন্ত জীবিত ছিলেন সম্ভবতঃ সুবর্ণগ্রামে গিয়াসউদ্দীন, আজম শাহের মৃত্যু হইয়াছিল, কারণ নারায়ণগঞ্জের নিকটে মগরাপাড়া গ্রামে তাহার সুন্দর ব্রহ্মশিলা-নিৰ্ম্মিত সমাধি অদ্যাবধি বিদ্যমান আছে । পাণ্ডুয়ায় আদিনা-মসজিদের পার্শ্বে র্তাহার পিতা সিকন্দর শাহের সমাধি আছে, এই সমাধি সম্ভবতঃ গিয়াসূ-উদ্দীন আজম শাহ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল। পূর্ববঙ্গে কিছুদিন পূৰ্ব্বে সিকন্দর শাহের যে সমাধি প্রদর্শিত হইত ৯৪ তাহ সম্ভবতঃ দ্বিতীয় সিকন্দর শাহের সমাধি এতদ্ব্যতীত গিয়াসূ-উদ্দীন আজমৃ শাহের রাজ্যকালে নিৰ্ম্মিত কোন সৌধের ধ্বংশাবশেষ বা শিলালিপি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। রিয়াজ-উস্-সালাতীন অনুসারে হিন্দ্র জমিদার গণেশের বিশ্বাসঘাতকতা বা চক্রান্তে গিয়াস্-উদ্দীন আজমশাহ নিহত হইয়াছিলেন । ফিরোজাবাদে ৭৯১-৯৯ হিজরায় গিয়াসউদ্দীন, আজম শাহের নামে রজতমুদ্র মুদ্রাঙ্কিত হইয়াছিল ১৮। সপ্তগ্রামে (১২) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃ: ১১০-১১। (১৩) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১১ ৷ (a8) Inital Coinage of Bengal, p. 75, No. 33. (a4) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I. p. 85. (১৬) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃ: ১২১। וגלי : G (יs) (*) Initial Coinge of Bengal, p. 75.