পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ 6: বংশের অধিকারের কিয়দংশ পরহস্তগত হইয়াছিল । তখন সেনরাজবংশের কে লক্ষ্মণাবতীর সিংহাসনে আসীন ছিলেন ? তাহার কি স্বাধিকাররক্ষার ক্ষমতা ছিল না? ১৯৭০ খৃষ্টাব্দের পূৰ্ব্বে লক্ষ্মণসেনদেবের মৃত্যু হইয়াছিল, অদ্যাবধি তাহার তিন পুত্রের নাম আবিষ্কৃত হইয়াছে ;–মাধবসেন, বিশ্বরূপসেন ও কেশবসেন । র্তাহারা একে একে পিতৃসিংহাসনে আরোহণ করিয়াছিলেন, কারণ তৎপ্রদত্ত তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। মুসলমান বিজয়ের সময়ে, ইহাদিগের মধ্যে কে গোঁড়মগুলের অধিকারী ছিলেন এবং তিনি কি কারণে স্বাধিকার রক্ষার উদ্যম করেন নাই তাহ বলিতে পারা যায় না । তিরেীরীতে চাহমানবীর দ্বিতীয় পৃথ্বীরাজদেব একাধিকবার মুসলমান সেনার গতিরোধ করিবার চেষ্টা করিয়াছিলেন। তাহার মৃত্যুর পরে তাহার ভ্রাতা ও পুত্র বার বার চাহমান স্বাধীনতা রক্ষার জন্য মুসলমানের সহিত যুদ্ধ করিয়াছিলেন’ । চন্দোয়ারে গণহড়বালরাজ স্বদেশরক্ষার জন্য আত্মোৎসর্গ করিয়াছিলেন । র্তাহার মৃত্যুর পরে গঙ্গার দক্ষিণতীর অধিকৃত হইয়াছিল, কিন্তু উত্তরতীরে গাহডবালরাজ্য অক্ষুণ্ণ ছিল। জয়চ্চন্দ্রের অষ্টাদশবর্ষীয় পুত্র পিতৃসিংহাসনে আরোহণ করিয়া দীর্ঘকাল গহডবাল রাজলক্ষ্মী রক্ষার চেষ্টা করিয়াছিলেন দিল্লী, আজমীর ও বারাণসী অধিকৃত হইলেও সমগ্ৰ চাহমান বা গণহডবালরাজ্য মুসলমান করকবলিত হয় নাই, কিন্তু উদণ্ডপুর অধিকৃত হইলে সমগ্র মগধ মুসলমানের অধিকারভুক্ত হইয়াছিল । মগধ অধিকৃত হইলেও গৌড়মগুলে সেনরাজের চেতনা হয় নাই । মগধ হইতে মুসলমানসেনা গোঁড়মণ্ডল লুণ্ঠন করিতে আরম্ভ করিয়াছিল। বখতিয়ারের নবদ্বীপবিজয়কাহিনী এইরূপ একটি লুণ্ঠনার্থ অভিযানের বিবরণ মাত্র । মুসলমানসেন কোন পথে গৌড়মগুলে প্রবেশ করিয়াছিল, মুসলমানের ইতিহাসে তাহার উল্লেখ নাই। তীরভূক্তি তখনও স্বাধীন’, বখতিয়ার গঙ্গার উত্তর তীরে সূচ্যগ্র পরিমিত ভূমিও অধিকার (v) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. IX, p. 290. (*) Journal & Proceeding of the Asiatic Society of Bengal, New Series, vol. IX, p. 284. (১০) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৩০৯ । (১১) ώ, পৃঃ ৩১২-১৩ । (x) Journal and Proceedings of the Asiatic Society of Bengal. 1New Series, vol. XI, p. 407.