পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ১২৭ আবিষ্কৃত হয় নাই, বারেন্দ্রকুলশাস্ত্র অনুসারে গণেশ ব্রাহ্মণ ছিলেন ২ এবং কায়স্ককুলপঞ্জিকা অনুসারে তিনি কায়স্থ ছিলেন ও দিনাজপুরের রাজবংশের কুটুম্ব ছিলেন ১৩। কিন্তু এই সকল কুলগ্রন্থের প্রমাণ কতদূর ঐতিহাসিক তাহা নির্ণীত হয় নাই । কথিত আছে যে, গিয়াসূ-উদ্দীন আজম শাহের রাজ্যকালে রাজা গণেশ রাজস্ব ও শাসনবিভাগের কৰ্ত্ত হইয়া উঠিয়াছিলেন রিয়াজ-উস্সালাতন অনুসারে রাজা গণেশের চক্রান্তে গিয়াস-উদ্দীন আজম শাহ নিহত হইয়াছিলেন এবং এই ঘটনার অন্ততঃ ত্রয়োদশবর্ষ পরে আজম শাহের পৌত্র সুলতান শমস্-উদ্দীনও তৎকর্তৃক নিহত হইয়াছিলেন । শমস্-উদ্দীনের মৃত্যুর পরে রাজা গণেশ গৌড় ও বঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । রখ্যম্যানের ( Blochmann ) মতানুসারে গণেশ রাজপদবী গ্রহণ অথবা সিংহাসনে আরোহণ করেন নাই । তিনি ক্রীড়াপুত্তলিক স্বরূপ শাহাবউদ্দীন বায়াজিদ-শাহ নামক একজন মুসলমানকে সিংহাসনে উপবিষ্ট রাখিয়া স্বয়ং রাজদণ্ড পরিচালনা করিতেন রিয়াজ-উস-সালাতীন অনুসারে, শাহাব-উদ্দীন, সুলতান শমস্-উদ্দীনের নামান্তর মাত্র ৬ সৈফ-উদ্দীন হর্মুজ শাহের পুত্র সুলতান শমস্-উদ্দীনের নামাঙ্কিত কোনও মুদ্রা অথবা র্তাহার রাজ্যকালের কোনও শিলালিপি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, সুতরাং তাহার মৃত্যুকাল নির্ণীত হওয়া কঠিন । শাহাব-উদ্দীন বায়াজিদ শাহ ৮১২ হইতে ৮১৭ হিজরা পর্য্যন্ত জীবিত ছিলেন, কারণ ৮১২, ১৭ ৮১৬, ১৮ ও ৮১৭ হিজরায় তাহার নামে মুদ্রিত রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে। রাজা গণেশ বাধ্য হইয়া শেখ নুর কুতব-উল-আলমের নিকট মুসলমান ধৰ্ম্ম গ্রহণ (১২) খ্ৰীযুক্ত দুর্গাচন্দ্র সন্ন্যাল প্রণীত বাঙ্গালার সামাজিক ইতিহাস, পৃঃ ৬৯-৭৪। (১৩) বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্যকাণ্ড, পূ: ৩৬৮। (১৪) , গৌড়ের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, পৃঃ ৬৫ ৷ (S4) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol; XLII, 1873, pt. I, p. 263, (১৬) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃ: ১১২ ৷ (>3) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 160 No. 89. (sw) Ibid, p. 161, No. 91. (Sr.) Ibid., pp. 160-61, No. 90, 92.