পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2లిp বাঙ্গালার ইতিহাস গোলাম হোসেন বলেন যে, ইব্রাহিমৃ শাহের মৃত্যুর সংবাদ পাইয় রাজা গণেশ জলাল-উদ্দীনকে সিংহাসনচ্যুত করিয়াছিলেন এবং স্বয়ং পুনৰ্ব্বার সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। তাহার আদেশে যদু বা জলাল-উদ্দীন, সুবর্ণনির্মিত গাভীর মুখে প্রবিষ্ট হইয়া পশ্চাৎদেশ দিয়া নির্গত হইয়াছিলেন। পরে সেই গাভীর সুবর্ণ ব্রাহ্মণগণের মধ্যে বিতরিত হইয়াছিল। যদু বা জলাল উদ্দীন বিখ্যাত মুসলমান সাধু শেখ নুর কুতব-উল-আলম কর্তৃক দীক্ষিত হইয়াছিলেন, সেইজন্য মুসলমানধৰ্ম্মে তাহার আস্থা হ্রাস হয় নাই। গণেশ ইহার পরেও মুসলমানগণের উপর অনেক অত্যাচার করিয়াছিলেন। র্তাহার আদেশে শেখ নূর কুতবা-উল-আলমের পুত্র শেখ আনোয়র ও শেখ জাহিদ কারাগারে আবদ্ধ হইয়াছিলেন এবং শেখ নূর কুতব-উল-আলমের পরিচারক ও অনুচরবর্গের সম্পত্তি লুষ্ঠিত হইয়াছিল। শেখ আনোয়র ও শেখ জাহিদ পরে সুবর্ণগ্রামে নির্বাসিত হইয়াছিলেন এবং তথায় শেখ আনোয়ুর গণেশের অনুচরবর্গ কর্তৃক নিহত হইয়াছিলেন ২° । ৭৯৯ হিজরায় ( ১৩৯৬ খৃষ্টাব্দে ) অথবা তাহার কিঞ্চিৎ পরে গিয়াসউদ্দীন-আজম শাহের মৃত্যু হইয়াছিল। ইহার পূৰ্ব্বে ভাতুরিয়া পরগণার রাজা গণেশ পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন, কারণ র্তাহার চক্রান্তে আজম শাহ নিহত হইয়াছিলেন ২৫ । গিয়াস্-উদ্দীন-আজম শাহের পুত্র সৈফ -উদ্দীন হম্‌জ শাহ তিন বৎসর অথবা দশবৎসর রাজ্যভোগ করিয়াছিলেন, সুতরাং ৮০২অথবা ৮০৯ হিজরায় (১৩৯৯ অথবা ১৪০৬ খৃষ্টাব্দে) তাহার মৃত্যু হইয়াছিল । রাইট ও লেনপুল,৮০৯ হিজরী সৈফ-উদ্দীন হম্‌জা শাহের মৃত্যুকাল ধরিয়া লইয়াছেন। হর্মুজ শাহের পুত্র সুলতান শমস উদ্দিন তিন বৎসরের কিঞ্চিদধিককাল সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ২৭ । তিনি সম্ভবতঃ ৮০৯ হিজর হইতে ৮১২ হিজরা পৰ্য্যন্ত (১৪০৬—৯ খৃষ্টাব্দ ) গৌড়ের অধীশ্বর ছিলেন।২৮। মুদ্রাতত্ত্বের (88) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১৬-১১৭ ৷ (२५) 3.לצי :י ! (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, рѣш, р. з. (২৭) বিয়াজ-উস-সালাতন ইংরাজি অনুবাদ, পৃ. ১১২। . (ow) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 131;