পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ృళ్సి প্রমাণ অনুসারে শাহাব-উদ্দীন বায়াজিদ-শাহ ৮১২ হইতে ৮১৭ হিজরা পর্য্যন্ত ফিরোজাবাদে রাজত্ব করিয়াছিলেন এবং ৮১৮ হিজরায় ( ১৪১৫ খৃষ্টাব্দে ) গণেশের পুত্ৰ যদু সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইতেছে যে, গণেশ ৭৯৯ হিজরা হইতে ৮১৭ হিজরা পর্য্যন্ত (১৩৯৬— ১৪১৫ খৃষ্টাব্দ ) কোনও সময়ে স্বাধীনতা অবলম্বন করিয়া গৌড়ের রাজসিংহাসনে উপবেশন করেন নাই। মুসলমান ঐতিহাসিকগণের উক্তি হইতে বুঝিতে পারা যায় যে, গণেশ অত্যন্ত পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন এবং গিয়াস উদ্দীন আজম শাহের মৃত্যুকাল হইতে জলাল-উদ্দীন মহম্মদ শাহের অভিষেককাল পর্য্যন্ত র্তাহারই আদেশে, গৌড়ে বাদশাহগণের অভিষেকক্রিয়া সম্পাদিত হইত কিন্তু তিনি কখনও স্বাধীনতার চিহ্নস্বরূপ নিজনামে মুদ্রাঙ্কন করেন নাই। মুসলমান-সমাজে নিজনামে মুদ্রাঙ্কন ও প্রকাশ নমাজের সময়ে নামোল্লেখ কেবল স্বাধীন রাজারই সম্ভব। গণেশের নামাঙ্কিত কোন মুদ্রণ আবিষ্কৃত হয় নাই ; তিনি হিপূ, সুতরাং নমাজের সময় তাহার নামোল্লেখ অসম্ভব এবং সুলতান শমস্-উদ্দীনের মৃত্যুকাল হইতে গণেশের পুত্ৰ যদু বা জলাল-উদ্দীনের অভিষেককাল পর্য্যন্ত, শাহাব-উদ্দীন বায়াজিদ শাহের নামে ফিরোজাবাদে মুদ্রাঙ্কন হইয়াছিল । সুতরাং রাজা গণেশের গৌড়ীয় সিংহাসনে আরোহণ ও স্বাধীনতা-ঘোষণার স্বপক্ষে প্রমাণাভাব। গণেশ হিন্দু কিন্তু তিনি মুসলমানরাজ্যে এত অধিক পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন যে, র্তাহার আদেশে, শমস্-উদ্দীন ইলিয়াস্ শাহের বংশধরগণ গোঁড়বঙ্গের সিংহাসন লাভ করিতেন অথবা সিংহাসনচ্যুত হইতেন। রিয়াজ-উস্-সালাতীন প্রণেতা মুসলমান, তিনি মুসলমান-রচিত গ্রন্থ অবলম্বনে ইতিহাস রচনা করিয়া ছিলেন । র্তাহার গ্রন্থে গণেশের প্রশংসা দেখিতে পাওয়া যায় না ; তাহার কারণ গণেশ বিধৰ্ম্মী হিন্দু হইয়াও গৌড়রাজ্যে বাদশাহ অপেক্ষা পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন । গোলাম হোসেন গণেশের চরিত্রে কালিমা লেপনের জন্ম যে কয়টি কাহিনী লিপিবদ্ধ করিয়াছেন, সে কয়টিই গণেশের চরিত্রের দৃঢ়তা-পরিচায়ক। কথিত আছে, শেখ বদর-উল ইসলাম রাজাকে অভিবাদন না করিয়া তাহার সম্মুখে উপবেশন করিয়াছিলেন । ইহার কারণ জিজ্ঞাসিত হইলে, শেখ যে উত্তর দিয়াছিলেন, তাহার জন্য জগতের ইতিহাসে যে কোনও যুগে, সভ্য বা অসভ্য দেশে, তিনি কঠিন রাজদণ্ডে দণ্ডিত হইতেন। গণেশ তাহাকে দগু দিয়াছিলেন কি না গোলাম হোসেন তাহা লিপিবদ্ধ