পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$లిg 感 বাঙ্গালার ইতিহাস সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তাহার পরে, মহম্মদ শাহের অপর পুত্র মহমুদ শাহ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ৩৬ । তাহার রাজ্যকালে ফিরোজ শাহের অপর পৌত্র নসরৎ শাহ পুরাতন দিল্লীর অনতিদূরে ফিরোজাবাদে স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন ও । মহমুদ শাহ ও নসরৎ শাহ নিয়ত দিল্লী অধিকারের জন্য যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলেন, এই অবসরে ইব্রাহিম শাহ শাকী দিল্লীর নগর-প্রাচীর পর্য্যন্ত স্বীয় রাজ্যসীমা বিস্তার করিয়াছিলেন । ৮০১ হিজরায় ( ১৩৯৮ খৃষ্টাব্দে ) প্রসিদ্ধ দিগ্বিজয়ী বীর মোঙ্গোলরাজ তৈমুর ভারতবর্ষ আক্রমণ করিয়া পঞ্জাব ও দিল্লী অধিকার করিয়াছিলেন ৩৮ । তৈমুর প্রস্থান করিলে দিল্লীতে অরাজকতা উপস্থিত ই ইয়ছিল এবং ভারতবর্ষের সাম্রাজ্য ভিন্ন ভিন্ন ক্ষুদ্র খণ্ডরাজ্যে বিভক্ত হইয়াছিল । তৈমুরের আক্রমণের সময়ে মহমুদ শাহ গুজরাটে পলায়ন করিয়াছিলেন, তিনি ৮০৪ হিজরায় (১৪০১ খৃষ্টাব্দে ) দিল্লীতে ফিরিয়া আসিয়া ৮১৫ হিজর ( ১৪১২ খৃষ্টাক ) পৰ্য্যন্ত জীবিত ছিলেন ৩৯ ৷ ইহার পরে ৮৫৫ হিজরায় ( ১৪৫১ খৃষ্টাব্দে ) বহলোল লোদীর রাজ্যলাভ পর্য্যন্ত দিল্লীর অধীশ্বরগণ সামান্য ভূস্বামী মাত্র ছিলেন । সুতরাং জৌনপুরের সুলতান ইব্রাহিমের আশ্রয় গ্রহণ ব্যতীত বাঙ্গালার মুসলমানগণের গত্যন্তর ছিল না । রাজা গণেশের পুত্ৰ যদু মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন ইহা সত্য । তবকাৎ-ই-আকবরী অনুসারে যদু রাজ্যলোভে মুসলমান ধৰ্ম্ম অবলম্বন করিয়াছিলেন ", কিন্তু রিয়াজ-উস-সালাতন অনুসারে শেখ নুরূ কুতব্য-উল ইসলামের ন্যায় বিখ্যাত সাধু কতৃক দীক্ষিত হইয়াছিলেন বলিয়া যদু মুসলমানধৰ্ম্ম পরিত্যাগ করিতে পারেন নাই গণেশের পুত্রের মুসলমান ধৰ্ম্মাবলম্বনের প্রকৃত কারণ অদ্যাবধি নির্ণীত হয় নাই। বারেন্দ্রভূমিতে প্রচলিত প্রবাদ অনুসারে যদু ইলিয়াস শাহের বংশজাত কোন সভ্রান্ত মুসলমান (৩৫) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃ: ৩৪৭-৪৮ । હૈ, નૃ: ૭8ા । * (طح) ঐ, পৃঃ ৩৫০ । (۹ھ) 鱷eb) ঐ, পৃঃ ৩৫৬ ৷ (૭a) ঐ, পৃঃ ৩৬১, ৩৬৬ ৷ (৪) তৰকাং-ই-আকৃবরী, পারস্য মূল, নওলকিশোর প্রেস, পৃঃ ২৪। ৪১) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অন্নপাদ, পৃঃ ১১৬।