পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ১৩৭ গণেশ অথবা যত্ন যাহা করিতে পারেন নাই অথবা করিতে ভরসা করেন নাই, আর একজন বাঙ্গালী হিন্দুরাজাকর্তৃক তাহ স্বচ্ছন্দে সম্পাদিতহইয়াছিল, র্তাহার নাম দনুজমর্দনদেব। মুসলমান রচিত ইতিহাসে অথবা হিন্দ্রর পুরাণে র্তাহার পরিচয় লিপিবদ্ধ হয় নাই। রিয়াজ-উস্-সালাতীনে, তারিখঃই-ফেরেশতায় অথবা তবকৎ-ই-আকৃবরীতে র্তাতার নাম নাই । কায়স্থজাতির কুলপঞ্জিকায় তাহার নামমাত্র আছে, তদনুসারে তিনি জাতিতে কায়স্থ এবং চন্দ্রদ্বীপের কায়স্থ রাজবংশের প্রতিষ্ঠাতা । চন্দ্রদ্বীপের রাজবংশ সম্বন্ধে ইদিলপুরের ঘটকগণের কারিক ও কতিপয় রজতমুদ্রা ব্যতীত দনুজমর্দনদেবের অস্তিত্বের অপর কোনও নিদর্শন অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । কায়স্থজাতির কুলপঞ্জিকা হইতে ডাক্তার ওয়াইজ, ( Dr. wise ) : ও প্রাচ্যবিদ্যামহার্ণব সিদ্ধান্তবারিধি শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু ২ দনুজমর্দনদেবের পরিচয় ও কালনির্ণয় করিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু উভয়েই র্তাহাকে সুলতান গিয়াস উদ্দীন বলবনের সমসাময়িক সুবর্ণগ্রামের অধিপতি দনুজরায় মনে করিয়াছিলেন । এই দনুজরায় ১২৮১ খৃষ্টাব্দে বিদ্যমান ছিলেন ৩। দনুজমর্দনদেবের মুদ্রা আবিষ্কৃত হইলে তাহার প্রকৃতকালনির্ণয় সম্ভবপর হইয়াছে। বহুপূৰ্ব্বে, গৌড়ে দনুজমর্দনদেবেরনামাঙ্কিত একটিরজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছিল। ইহাতে তারিখ ছিল না অথবা তখন তাহা পড়িতে পারা যায় নাই । ১৮০৭ খৃষ্টাব্দে গৌড়ের বিবরণ রচয়িত ক্রেইটনের (Creighton ) মৃত্যু হইয়াছিল, তৎপূৰ্ব্বে এই মুদ্রাটি আবিষ্কৃত হইয়াছিল। ১৮১৭ খৃষ্টাব্দে মুদ্রিত ক্রেইটনের গৌড় বিবরণে এই মুদ্রাটির বিবরণ প্রদত্ত হইয়াছে * । এই মুদ্রাটি এখন কোথায় রক্ষিত আছে, তাহ বলিতে পারা যায় না। ১৩১৭ বঙ্গাব্দের পূৰ্ব্বে মালদহ জেলার পাণ্ডুয়ায় আদিনা মসজিদের উত্তর পূর্বাংশে নুনাধিক দুই ক্রোশ মধ্যে একজন সাওতাল কৃষক দনুজমর্দনদেবের একটি রজতমুদ্রণ হলকর্ষণকালে আবিষ্কার করিয়াছিল। এই মুদ্রাটি পাণ্ডুনগর হইতে মুদ্রিত হইয়াছিল এবং (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p. 206. (ts) Ibid, Vol. LXV, 1896, pt. I, pp. 32-33. (*) Elliot's History of India, Vol. III, p. 116. (**) Creighton's Ruins of Gaur, p. II.