পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ $$$ আরোহণ করিয়াছিলেন। যত্বর দ্বিতীয় অথবা তৃতীয় রাজ্যাঙ্কে দনুজমর্দনদেব র্তাহাকে পাণ্ডুয়া নগর হইতে তাড়িত করিয়া স্বাধীনতার চিহ্নস্বরূপ নিজনামে মুদ্রাঙ্কন করিয়াছিলেন। দনুজমর্দনদেবের যতগুলি মুদ্র আবিষ্কৃত হইয়াছে তৎসমুদয় ১৩৩৯ - ও ১৩৪০ * শকাব্দে (১৪১৭-১৮ খৃষ্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল, সুতরাং তিনি সম্ভবতঃ প্রথম স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন । যদু অথবা জলাল-উদ্দীন মহম্মদ শাহের পরাজয় এবং পাণ্ডুয়৷ হইতে নিষ্কাশনের কথা রিয়াজ-উস-সালাতীনেও নাই । দনুজমর্দমদেবের অধিকার উত্তরবঙ্গে পাণ্ডুয়া হইতে দক্ষিণ অথবা পূৰ্ব্ববঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল , কারণ পাণ্ডুয়ায় আবিষ্কৃত মুদ্রায় পাণ্ডুনগরের নাম ও খুলনার আবিষ্কৃত মুদ্রায় চন্দ্রদ্বীপের (?) নাম আছে এবং পূৰ্ব্ব ও দক্ষিণবঙ্গে ঢাকা বিভাগের শিক্ষাবিভাগের কৰ্ম্মচারী শ্ৰীযুক্ত ষ্টেপল্টন ( N. E. Stapleton ) কর্তৃক দনুজমর্দনদেবের বহু রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে। দনুজমর্দনদেবের মুদ্রার একদিকে বঙ্গক্ষেরে ও সংস্কৃত ভাষায় তাহার নাম ও অপর দিকে “চণ্ডীচরণ পরায়ণস্ব" লিখিত আছে। খৃষ্টয় দ্বাদশ শতাব্দীর পরে পুরুষপুর হইতে কামরূপ পর্যন্ত বিস্তৃত বিশাল আর্য্যাবর্তে মুসলমানগণ কত্ত্ব’ক বিজিত কোনও জনপদে বা দেশে, কোনও হিন্দুরাজ নিজনামে ভারতীয় অক্ষরে বা ভাষায় ইহার পূৰ্ব্বে মুদ্রাঙ্কন করিতে ভরসা করেন নাই । ১৩১০ শকাব্যেই সম্ভবতঃ দনুজমর্দনদেবের মৃত্যু হইয়াছিল। গণেশ অথবা যছু যাহা করিতে পারেন নাই, আর্য্যাবর্তে কোনও হিন্দুরাজ যাহা করিতে পারেন নাই, তাহাই সাধন করিয়াছিলেন বলিয়া দনুজমর্দনদেব ও মহেন্দ্রদেবের নাম ইতিহাসে চিরস্মরণীয় থাকিবে । দনুজমর্দনদেবের পরে মহেন্দ্রদেব পাণ্ডুনগরের এবং সম্ভবতঃ উত্তরবঙ্গের অধিকার লাভ করিয়াছিলেন। মালদহ জিলায় পাণ্ডুয়ার আদিনা মসজিদের নিকটে দনুজমর্দনদেবের মুদ্রার সহিত মহেন্দ্রদেবের একটি রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছিল, ইহাও ১৩৩৯ শকাব্দে পাখুনগরে মুদ্রিত হইয়াছিল ৪২ ৷ মহেন্দ্রদেবের (৬০) প্রবাসী, প্রথম খণ্ড, ১৩১৯, পৃঃ ৩৮৫-৮৬। (s?) Dacca Review, 1915, Vol. V, p. 26. (৬২) প্রবাসী, ১৩১৯, প্রথম খণ্ড পৃঃ ৩৮৫। খ্ৰীযুক্ত ষ্টেপল টন মহেঙ্গদেবের ১৩৪০ শ গন্ধে মুদ্রিত অনেকগুলি রজতযুর আবিষ্কার করিয়াছেন।