পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆՑՏ বাঙ্গালার ইতিহাস হওয়াই অধিকতর সম্ভব। কনিংহামের মতানুসারে একলাখী বাঙ্গালাদেশে পাঠান রাজাকালের স্থাপত্যের অতি সুন্দর নিদর্শন • একলাখী সমভূজ চতুষ্কোণ, ইহাতে একটিমাত্র খিলান আছে এবং ইহা দৈর্ঘ্যে ও প্রন্থে সাৰ্দ্ধ সপ্তপঞ্চাশং হস্ত। কোনও হিন্দ্র বা বৌদ্ধমন্দির ধ্বংস করিয়া একলাখী নিৰ্ম্মিত হইয়াছিল, কারণ ইহাতে হিন্দ্র বা বৌদ্ধ-স্থাপত্য-নিদর্শনযুক্ত বহু প্রস্তরখণ্ড দেখিতে পাওয়া যায় একলাখীর তোরণ এককালে কোন হিন্দু বা বৌদ্ধমন্দিরের দ্বার ছিল, কারণ এই ব্রহ্মশিলানিৰ্ম্মিত তোরণের নিম্নদেশে এখনও খৰ্ব্বকায় গণ ও দুই একটি দেবমুৰ্ত্তি দেখিতে পাওয়া যায় । রিয়াজ-উস-সালাতীন অনুসারে জলাল-উদ্দীন মহম্মদ শাহ সপ্তদশ বর্ষ রাজ্যভোগ করিয়ছিলেন ৭৩ ৷ জলাল-উদ্দীন মহম্মদ শাহের মৃত্যুর পরে তাহার পুত্র শমস্-উদ্দীন আহম্মদ শাহ পিতৃসিংহাসন লাভ করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতীন অনুসারে আহমদ শাহ অত্যন্ত অত্যাচারী ছিলেন । অত্যাচার-প্রপীড়িত প্রধানগণ শাদী খ ও নাসির খা নামক ক্রীতদাসদ্বয়ের সাহায্যে অবশেষে র্তাহাকে হত্যা করিয়াছিলেন শমস্-উদ্দীন আহমদ শাহের একটিমাত্র রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে, ইহা ৮৩৬ হিজরায় (১৪৩২ খৃষ্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল রিয়াজ-উস-সালাতীন অনুসারে আহমদ শাহ ৮৩০ হিজরায় নিহত হইয়াছিলেন, কিন্তু মুদ্রাতত্ত্বের প্রমাণ অনুসারে তিনি ৮৩৬ হিজরায় জীবিত ছিলেন, সুতরাং গোলাম হোসেনের মত সত্য হইতে পারে না । শমস্উদ্দীন আহমদ শাহ ৮৩৪ অথবা ৮৩৫ হিজরায় সিংহাসন লাভ করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতন অনুসারে তিনি ষোড়শ অথবা অষ্টাদশ বর্ষকাল পর্যন্ত রাজত্ব করিয়াছিলেন , সুতরাং ৮৫১ বা ৮৫৩ হিজরায় (১৪৪৭ বা ১৪৪৯ (**) Cunningham's Report of the Archaeological Survey of India. Vol. XV, pp. 88-90. (१२) Ravenshaw's Gaur, its ruins and Inscriptions, p. 58. (৭৩) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১৮। (৭৪) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১৯। (**) Marsden’s Numismata Orientalia, pt. XXXVII, No. 2 DCCLXXIV. (१७) बिब्राच.-छैन्-गांनाउँौन, रेरब्रॉनि अक्षांश, १ः *** ।