পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8by বাঙ্গালার ইতিহাস

  • যুক্ত ষ্টেপল টন সম্প্রতি তৎকর্তৃক আবিষ্কৃত দনুজমদন ও মহেশ্রদেবের श्रृजा जयूरश्त्र সক্ষপ্ত বিবরণ প্রকাশ করিয়াছেন। তদনুসারে মছেজদেবের সমস্ত মুদ্ৰাই ১৬৪০ শকাব্দে মুদ্রিত হইয়াহিল, সুতরাং তিনি কখনই দনুজমদনের পূর্ববর্তী রাজা হইতে পারেন না।

মালদহ জেলায় আবিষ্কৃত মহেন্দ্রদেবের মুদ্রায় তারিখের এককের অঙ্ক অস্পষ্ট হইয়: গিয়াছে । স্বৰ্গীয় রাধেশচন্দ্র শেঠ ও আমি প্রথমে ঐ তারিখটি ১৩৩৬ পাঠ করিয়াছিলাম। মহেশ্রদেবের অন্যান্য মুদ্রায় ১৩৪০ শকান্ধ তারিখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে, উহ। ১৩৩৯ শকাব্দ ব্যতীত অপর কিছুই হইতে পারে না , শ্ৰীযুক্ত ষ্টেপল টন কত্ত্বক প্রকাশিত দনুজমদনদেবের একটি মুদ্রার তারিখ ১৩৪০ শকান্ধ, সুতরাং দনুজমদনদেবের জীবদ্দশায়, তাহার মৃত্যুর অন্ততঃ এক বৎসর পূৰ্ব্বে মহেন্দ্রদেব নিজনামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন, সস্তবতঃ ১৩৩৯ শকাব্দে বিদ্রোহী হইয়া মহেন্দ্রদেব স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন । (vs) Dacca Review, 1915, Vol. V, p. 26. (v*) Annual Report of the Archæological Survey of India, 1913–14.