পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sdo বাঙ্গালার ইতিহাস জৌনপুরের সুলতানগণ মহমুদ শাহ b88-శ్రీరి ఏ880-&ty মহম্মদ শাহ brట్రృ-స్క్రీలి >8ó○・○大 হোসেন শাহ bAど"-b> >8&b=qや আসামের আহম্রাজগণ সুসেন ফ >SS)。-bb* উড়িষ্যার সূৰ্য্যবংশীয় রাজগণ কপিলেন্দ্র বা কপিলেশ্বরদেব ১৪৩৪-৭o পুরুষোত্তমদেব - Ꮌ8Ꮔ0•ᎼᎸ নেপাল রাজগণ যক্ষমল্প ՏՑԳՏ-հՑ ত্রিপুর রাজগণ ধৰ্ম্মমাণিক্য ১৩২৯-১৪০০ ( ? ) S80ዊ-ማby প্রতাপমাণিক্য সুলতান ফিরোজ শাহ জাজনগর হইতে দিল্লীতে প্রত্যাবর্তন করিলে মিথিলার হিন্দুরাজগণ পুনৰ্ব্বার স্বাধীনতা লাভ করিয়াছিলেন। ফিরোজ শাহের আদেশে নিযুক্ত রাজস্থসংগ্রাহক কৰ্ম্মচারিগণ অধিকদিন তীরভূক্তিতে তিষ্ঠিতে পারিয়াছিলেন বলিয়া বোধ হয় না । দিল্লীর আমিলগণের নিষ্কাশনের পরে তীরভূক্তি বা মিথিলার ব্রাহ্মণবংশীয় রাজগণ দীর্ঘকাল স্বাধীনতা অক্ষুন্ন রাখিয়াছিলেন। পূর্বে গৌড়ে সিকদর শাহের পুত্র, পৌত্র ও প্রপৌত্র কখনও শক্তিসঞ্চয় করিয়া তীরভূক্তি আক্রমণ বা অধিকার করিতে পারেন নাই । পশ্চিমে জৌনপুরে দিল্লীর শাসনকর্তৃগণ ধীরে ধীরে প্রবল হইয়া উঠিতেছিলেন বটে, কিন্তু তাহার। দীর্ঘকাল তীরভূক্তিতে পদার্পণ করিতে সাহস করেন নাই । দক্ষিণে প্রাচীন মগধে মুসলমান শাসনকর্তৃগণ ও সেনাপতিগণ বহুদিন তীেগলক বংশের অধীনতা স্বীকার করিয়াছিলেন, কিন্তু তাহারা জৌনপুরের সুলতানগণের ভয়ে সৰ্ব্বদা শঙ্কিত থাকিতেন এবং কখনও ভাগীরথী পার হইবার উদ্যম করেন নাই ।