পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ S&S বিদ্যাপতি-রচিত কীৰ্ত্তিলতা অনুসারে রাজপণ্ডিত কামেশ্বরের পুত্র ভোগীশ্বর সুরতান “পিআরোজ শাহের (সুলতান ফিরোজ শাহের ) প্রিয়সখা ছিলেন এবং তিনি ফিরোজ শাহের সহিত সাক্ষাৎ করিয়া তৎকর্তৃক সন্মানিত হইয়াছিলেন শ্ৰীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয়ের মতানুসারে ফিরোজ শাহের প্রথম গোঁড়াভিযান হইতে প্রত্যাগমনের সময় হইতে র্তাহার মৃত্যুকাল পর্য্যন্ত ( ১৩৫৫—৮৮ খৃষ্টাব্দ ) কোনও সময়ে ভোগীশ্বরের সহিত ফিরোজ, শাহের সাক্ষাৎ হইয়াছিল ২। জনপ্রবাদ অনুসারে গণেশ্বর ভোগীশ্বরের পুত্ৰ কীৰ্ত্তিলতা অনুসারে তিনি কীৰ্ত্তিসিংহের পিতা , এবং তিনি ২৫২ লক্ষ্মণ সম্বৎসরে, অগ্রহায়ণ মাসের কৃষ্ণা পঞ্চমীতে ( ১৩৭০ খৃষ্টাব্দে ) আল্লান নামক মুসলমানের সহিত যুদ্ধে নিহত হইয়াছিলেন এ । এই আল্লানের নাম সম্ভবতঃ আসলোন খা, কিন্তু মুসলমান রচিত কোনও ইতিহাসে তাহার পরিচয় লিপিবদ্ধ হয় নাই । কীৰ্ত্তিলতা অনুসারে বীরসিংহ গণেশ্বরের পুত্র* এবং কীৰ্ত্তিসিংহের জ্যেষ্ঠভ্রাতা । উক্ত গ্রন্থ অনুসারে তাহার উপাধি “মহারাজাধিরাজ" । কিন্তু চক্রবর্তী মহাশয়ের মতানুসারে তাহার সিংহাসনলাভ সন্দেহের বিষয়, কারণ চণ্ডেশ্বর, রামদত্ত প্রমুখ মন্ত্রিগণ স্বরচিত গ্রন্থে স্বয়ং এই উপাধি ব্যবহার করিয়াছেন ৮। গণেশ্বরের অপর পুত্র কীৰ্ত্তিসিংহদেব পিতৃবৈরীর হস্তগত পৈত্র্যরাজ্য উদ্ধার করিয়াছিলেন • । বিদ্যাপতি র্তাহার নামানুসারে কীৰ্ত্তিলতা নামী গ্রন্থ রচনা করিয়াছিলেন * । তদনুসারে কীৰ্ত্তিসিংহের উপাধি রাজগুরু । কামেশ্বরের জ্যেষ্ঠপুত্র ভোগীশ্বরের ' (১) গভর্ণমেন্টের পুথি, দ্বিতীয় পল্লব, পৃ: ৪। (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 416. (e) Ibid. (6) Ibid. (৫) গভর্ণমেন্টের পুথি, দ্বিতীয় পল্লব, পৃ: ৪ । (&) ձ (*) હ ! (w) Journal and proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 416. (৯) গভর্ণমেণ্টের পুধি, প্রখম পল্লব, পৃঃ ২। (ş•) tथे, ८षत्र "ब्रव, शृः ४, qाक * ।