পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

343 বাঙ্গালার ইতিহাস বংশলোপ হইলে তাহার কনিষ্ঠ পুত্র ভবসিংহ বা ভবেশ মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন । বিদ্যাপতির গ্রন্থমালায় সাধারণতঃ ভবসিংহদেবের পূর্ণ নাম লিপিবদ্ধ হইয়াছে, কিন্তু বৰ্দ্ধমান-রচিত গঙ্গাকৃত্যবিবেকে, বাচস্পতিমিশ্র-রচিত কৃত্যমহার্ণবে এবং মহাদাননির্ণয়ে, মিসরুমিশ্রের বিবাদচন্দ্রে এবং বিদ্যাপতি-রচিত বিভাগসারে, ভবসিংহদেব ভবেশ নামে উল্লিখিত হইয়াছেন মুরারি রচিত শুদ্ধিনিবন্ধ অনুসারে মুরারির প্রপিতামহ জয়ধরলাঢ ভবসিংহের প্রধান বিচারপতি ছিলেন ১২ । বিদ্যাপতির পুরুষপরীক্ষা অনুসারে বাশ্বতী নদীতীরে ভবসিংহদেবের দুই পত্নী তাহার সহিত চিতারোহণ করিয়াছিলেন ১৩ । ভবসিংহদেবের জ্যেষ্ঠ পুত্র দেবসিংহদেব পিতার মৃত্যুর পরে মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন। র্তাহার অপর নাম "গরুড় নারায়ণ” এবং পদাবলী অনুসারে তাহার পত্নীর নাম হাসিনীদেবী’ । তাহার আদেশে বিদ্যাপতি ভূ-পরিক্রমণ রচনা করিয়াছিলেন ইহাতে নৈমিষারণ্য হইতে জনকভূমি পৰ্য্যন্ত বলদেবের ভ্রমণকাহিনী লিপিবদ্ধ আছে দেবসিংহের আদেশে শ্ৰীদত্ত একাগ্নিদগনপদ্ধতি নামক স্মৃতিগ্রন্থ রচনা করিয়াছিলেন ১৬ মুরারির পিতামহ হরিহর হঁহার প্রধান বিচারপতি ছিলেন দেবসিংহদেব ব্রাহ্মণগণকে বহু দান করিয়াছিলেন, তন্মধ্যে রথ ও সুবর্ণনির্মিত হস্তী উল্লেখযোগ্য। তিনি তুলাপুরুষ মহাদান করিয়াছিলেন এবং শঙ্করপুর নামক ব্রাহ্মণশাসনে একটি দীর্বিক খনন করাইয়াছিলেন ২৮। একটি শ্লোক অনুসারে ১৩২৪ শকাব্দে ২৯৩ লক্ষ্মণ সম্বৎসরে বৃহস্পতিবারে (>>) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 417. (Sa) Ibid. (১৩) পুরুষপরীক্ষা, শেষ শ্লোক। (১৪) পদাবলী, নং ২৬৯ ; পরিষদ গ্রন্থাবলী,২৪, পৃঃ ১৭০ ৷ (>4) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol.xi, p. 417. (১৬) ভূ-পরিক্রমণ, সংস্কৃত কলেজের পুথি, নংVI, 79, পৃঃ ১ক, শ্লোক ২৩। sta) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p, 417. (১৮) পুরুষপরীক্ষা, শ্লোক-সং২ : শৈবসৰ্ব্বস্বসার, প্রথম শ্লোক নং ৪ ।