পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ $&& প্রবাদ অনুসারে ত্রিপুরসিংহ শিবসিংহের ভ্রাতা এবং অমরসিংহের পিতা •• । পদাবলীতে অমরসিংহ ও তৎপত্নী জ্ঞানদেবীর উল্লেখ আছে • • । বিদ্যাপতির লিখনাবলী অনুসারে তাহার পৃষ্ঠপোষক পুরাদিত্য অর্জুনরায়কে হত্য করিয়াছিলেন ‘’ ৷ শিবসিংহদেব স্বাধীনতার চিহ্নস্বরূপ নিজনামে সুবর্ণমুদ্রণ মুদ্রাঙ্কন করিয়াছিলেন । তীরভূক্তি ও মিথিলার নানা স্থানে শিবসিংহদেবের সুবর্ণমুদ্রা আবিষ্কৃত হইয়াছে কোন সময়ে শিবসিংহদেবের মৃত্যু হইয়াছিল, তাহ অদ্যাপি নির্ণীত হয় নাই। শিবসিংহের পরে তাহার কনিষ্ঠ ভ্ৰাতা পদ্মসিংহ মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন ও । বিদ্যাপতি রচিত শৈবসৰ্ব্বস্বসার অনুসারে পদ্মসিংহদেবের পত্নীর নাম বিশ্বাসদেবী ‘’ ৷ পদ্মসিংহ সম্ভবতঃ অপুত্রক অবস্থায় পরলোক গমন করিয়াছিলেন, কারণ তাহার পরে ভবসিংহের কনিষ্ঠপুত্র হরসিংহদেব মিথিলার অধিকার লাভ করিয়াছিলেন । * সম্ভবতঃ এই সময় হইতে তীরভূক্তি ও মিথিলা স্বতন্ত্র রাজ্যে পরিণত হইয়াছিল। তীরভূক্তিতে নবপ্রতিষ্ঠিত রাজ্যে আর একটি শ্রোত্রিয় ব্রাহ্মণবংশ রাজপদবী লাভ করিয়াছিলেন । চম্পারণে অথবা চম্পকারণ্যে এই রাজ্যের রাজধানী ছিল। এই ব্রাহ্মণ-রাজবংশে মাত্র তিনজনের নাম অ্যাবধি আবিষ্কৃত হইয়াছে। ইহাদিগের মধ্যে পৃথ্বীসিংহ ১৪৯২ বিক্রম সম্বৎসরে জীবিত ছিলেন, কারণ উক্তবর্ষে ( ১৪৩৪-৩৫ খৃষ্টাব্দে ) দেবীমাহাঝ্যের' একখানি গ্রন্থ নকল করা হইয়াছিল এবং এই গ্রন্থের পুম্পিকায়, পৃথ্বীসিংহদেবের নাম ও র্তাহার রাজধানী চম্পকারণ্যের উল্লেখ আছে সম্ভবতঃ (98) Journal and proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 422. (8०) श्रृंनावली, श्रद्विषन् अंशांदनी, न९ १२० श्रृं: 8७२ ।। (8s) शिर्थनांदजौ, dब्लांक > ! - (sR) Annual Report of the Archaeological Survey of India, 1913-14. (se) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 423. (ss) শৈবসৰ্ব্বৰসার, শ্লোক, ৬-৮। (se) Catalogue of Paimleaf & Selected paper Manuscripts, Durbar Library, Nepal, Vol. I, p. 61. (8)