পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮍöby বাঙ্গালার ইতিহাস এবং বৰ্দ্ধমানের গঙ্গাকৃত্যবিবেকে হরসিংহদেবের নাম আছে, কিন্তু তাহার কোনও বিরুদ বা তাহার কোনও পত্নীর নাম অথবা তাহার রাজ্যকালের কোনও ঘটনা অদ্যাবধি জানিতে পারা যায় নাই। হরসিংহদেবের মৃত্যুর পরে তাহার পুত্র নৃসিংহ বা নরসিংহদেব মিথিলার অধিকার লাভ করিয়াছিলেন ৪৭ ৷ বিদ্যাপতি রচিত দানবাক্যাবলীতে বাচপতিমিশ্র রচিত কৃত্যমহাপবে, ব্যবহার-চিন্তামণিতেও মহাদাননির্ণয়ে, মিসরুমিশ্রের বিবাদচক্সে রুচিপতির অনর্থরাঘবটীকায়, বৰ্দ্ধমানের গঙ্গীকৃত্যবিবেকে ও গদাধর রচিত তন্ত্রপ্রদীপে নৃসিংহ বা নরসিংহদেবের নাম এবং উহার বিরুদ “দপনারায়ণ” দেখিতে পাওয়া যায় ৫৮ বিদ্যাপতি রচিত দানবাক্যাবলীতে নরসিংহদেবের পত্নী ধীরমতীর উল্লেখ আছে ৫৯ ৷ তাহার অপরা পত্নী হীরাদেবীর আদেশে মিসরুমিশ্র বিবাদচন্দ্র রচনা করিয়াছিলেন ড° । নরসিংহদেবের অনেকগুলি পুত্র ছিল, তাহার মৃত্যুর পরে তন্মধ্যে ধীরসিংহদেব মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন । র্তাহার অপর নাম “হৃদয়নারায়ণ” । বিদ্যাপতি রচিত শেষ গ্রন্থ দুর্গাভক্তিতরঙ্গিনীতে, বাচস্পতিমিশ্র রচিত ব্যবহারচিন্তামণিতে, মধুসূদনমিশ্র রচিত জ্যোতিঃ-প্রদীপাকুরে এবং গদাধর রচিত তন্ত্রপ্রদীপে ধীরসিংহদেবের নাম আছে ৬১ ৷ ধীরসিংহদেব জ্যোতিঃপ্রদীপাঙ্কুর অনুসারে ব্রাহ্মণগণকে শতাধিক গাভী ও সুবর্ণ কঙ্কণ দান করিয়াছিলেন এবং একটি সরোবর খনন করাইয়াছিলেন ৬২ ৷ তিনি ৩২১ লক্ষ্মণ সম্বৎসরে ( ১৪৩৮ খৃষ্টাব্দে ) জীবিত ছিলেন, কারণ উক্তবর্ষে তাহার রাজাকালে (*) Catalogue of Sanskrit Manuscripts in the British Museum, London, p. 75, Cotto è I (**) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 424. (*) Ibid. (৫৯) দানবাক্যাৰলী, শ্লোক ৪ । (৬০) বিবাদচন্দ্র, মোক ৪ । (*) reson of, or so, o os o-ownefit—Notices of Sanskrit Öysanuscripts, Vol. VI, p. 233, No. 2172. (*) Catalogue of Sanskrit Manuscripts in the India office Library, p. 1006, No. 3904.