পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ $$$; প্রবাদ অনুসারে লক্ষীনাথদেব রামভদ্রের পুত্র এবং উহার মৃত্যুর পরে মিথিলার সিংহাসন লাভ করিয়াছিলেন ৮° । লক্ষ্মীনাথদেবের অপর নাম কংসনারায়ণ । তাহার রাজাকালে রুচিপতির পুত্র হরপতি আগমাচাৰ্য্য মন্ত্র-প্রদীপ রচনা করিয়াছিলেন ৮১ ৷ লক্ষ্মীনাথদেবের রাজ্যকালে ৩৯২ লক্ষ্মণ সম্বৎসরে (১৫১০ খৃষ্টাব্দে ) দেবীমাহায্যের একখানি পুথি নকল কর। হইয়াছিল ৮২ ৷ এই সময়ে পূৰ্ব্বদিক হইতে বাঙ্গলার সুলতান আলা-উদ্দীন হোসেন শাহ ও পশ্চিমদিক হইতে দিল্লীর সুলতান সিকন্দর লোদী তীরভূক্তি ও মিথিলা আক্রমণ করিয়া মৈথিল স্বাধীনতা লোপ করিয়াছিলেন । ১০১ ( ১৪৯৬ খৃষ্টাব্দে ) দিল্লীর সুলতান সিকন্দর লোদী বাঙ্গালার সুলতান আলা-উদ্দীন হোসেন শাহের সহিত যে সন্ধি স্থাপন করিয়াছিলেন তদনুসারে মগধ ও তীরভূক্তি সিকন্দর শাহের অধিকারভুক্ত হইয়াছিল ৮৩ ৷ এই দুইটি প্রদেশ লাভ করিয়া সিকন্দর শাহ বাঙ্গণলা আক্রমণ করিবেন না অঙ্গীকার করিয়াছিলেন এবং তীরভূক্তি আক্রমণ করিয়া মৈথিলরাজকে অধীনতা স্বীকার করিতে বাধ্য করিয়াছিলেন । জলাল-উদ্দীন মহম্মদ শাহের পুত্র শমস্-উদ্দীন আহমদ শাহ, শাদী খও নাসির খা নামক ক্রীতদাসদ্বয় কর্তৃক নিহত হইয়াছিলেন । আহমদ শাহের মৃত্যুর পরে শাদি খা নাসির খাকে হত্যা করিয়া স্বয়ং সমস্ত ক্ষমতা গ্রাস করিবার চেষ্টা করিয়ছিল , কিন্তু পরিণামে শাদি খা নিহত হইল এবং নাসির খা গোঁড়রাজ্যের অধিকার লাভ করিল। আহমদ শাহের ওম্রাহগণ ক্রীতদাসের অধীনতা স্বীকার না করিয়া সাত দিন অথবা অৰ্দ্ধ দিন পরে র্তাহীকে হত্যা করিয়াছিল। সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস শাহের নাসিরউদ্দীন নামক একজন বংশধর ওম্রাহগণ কর্তৃক গৌড়ের সিংহাসনে স্থাপিত হইয়াছিলেন। রিয়াজ-উস-সালাতন অনুসারে নাসির-উদ্দীন সুলতান (wo) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 430. - (vs) Notices of Sanskrit Manuscripts, Vol. VI, pp. 34-35. (v*) Notices of Sanskrit Manuscripts in the Durbar Library. Nepal, p. 63. - (৮৩) মন্ত খৰ-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৪১৭ । ১১--দ্বিতীয় ভাগ , ●