পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిట8 বাঙ্গালার ইতিহাস করিয়া বলা যাইতে পারে যে, উত্তর, পূৰ্ব্ব, পশ্চিম এবং দক্ষিণবঙ্গের কিয়দংশ ন" -উদ্দীন মহমুদ শাহের অধিকারভুক্ত ছিল। এই সময়ে মগধ জৌনপুরের সুলতানগণের অধিকারভুক্ত হইয়াছিল। বিহার নগরে পাহাড়পুরের জামী মসজিদে আবিষ্কৃত শিলালিপি অনুসারে উহা ৮৪৭ হিজরার রজব মাসের প্রথম দিবস (২৫ শে অক্টোবর ১৪৪৩ খৃষ্টাব্দে ) জৌনপুরের সুলতান মহমুদ শাহের রাজাকালে নিৰ্ম্মিত হইয়াছিল । ভাগলপুরে মাণ্ডারোগ মহল্লায় আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, ৮৫০ হিজরার জমাদি-উল-আউয়ল মাসের দশম দিবসে (৩রা আগষ্ট ১৪৪৬ খৃষ্টাব্দে ) প্রাসাদের কৰ্ম্মচারী খুরশেদ খাঁ কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল বিহার নগরে পাহাড়পুরে জামী মসজিদে আবিষ্কৃত আর একখানি শিলালিপি অনুসারে, মুসলমান সাধু শেখ শফট্-উল-হকের স্মৃতিচিহ্নস্বরূপ রমজান মাসের সপ্তবিংশ দিবসে, বুধবারে, ৮৫৯ হিজরায় ( ১০ই সেপ্টেম্বর ১৪৫৫ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মিত হয়েছিল ১৮ । উক্তস্থানে পূৰ্ব্বোক্ত তারিখে উক্ত মসজিদের আর একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে ১৯ । নাসির-উদ্দীন মহমুদ শাহের বহু রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্রায় মহমুদাবাদ *** ; নসরতাবাদ - ও ফতেহাবাদের ২ নাম দেখিতে পাওয়া যায়, তন্মধ্যে ফতেহাবাদ বর্তমান ফরিদপুরের প্রাচীন নাম । মহমুদাবাদ ও নসরতাবাদের অবস্থান অদ্যাবধি নির্ণীত হয় নাই। আইন-ই আকৃবরীতে সরকার মহমুদাবাদের নাম দেখিতে পাওয়া যায় ৩, কিন্তু নাসির-উদ্দীন মহমুদের মুদ্রায় যে মহমুদাবাদের নাম (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I. p. 305. (sa) Epigraphia Indica, Vol. II, p. 280. (sw) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 306-7. (as) Ibid, pp. 306. (Soo ) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. I, pt. II, p. I64, No. 116. (?) Ibid, p. 166, No. 125. (a) Ibid, p. 165, No. 119. - (e) Ain-i-Akbari, English Trans, (Bib. Ind.) Vol. II, pp. 132-33.