পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ఏప్రిళి কামতাপুরের রাজা। কামেশ্বর দিনাজপুর জেলায় অবস্থিত সত্তোষের নিকটে ইসমাইলকে পরাজিত করিয়াছিলেন। রিসালৎ-উশ-শুঙ্গদ অনুসারে ইসমাইল ঘোড়াঘাটের হিন্দু সেনাপতি ভান্দস রায়ের চক্রাস্তে, বারবক্‌ শাহের আদেশে ৮৭৮ হিজরায়, শাবান মাসের চতুর্দশ দিবসে নিহত হইয়াছিলেন ১২ । তাহার দেহ হুগলী জেলার মন্দারণ পরগণায়ু ও তাহার মস্তক রঙ্গপুর জেলার পীরগঞ্জ থানায়, কাটাছুয়ার গ্রামে সমাতি ত আছে । শ্রীরামপুরের বিখ্যাত পাদ্রী মার্শম্যান ( Marshman) গাঁড় হইতে রুকন-উদ্দীন বারবক শাহের রাজ্যকালের একখানি শিলালিপি লইয়া আসিয়াছিলেন, ইহা অৰ্দ্ধ শতাব্দীর অধিককাল গ্রীরামপুরের কলেজের প্রাঙ্গণে পতিত ছিল। ১৮৭৪ খৃষ্টাব্দে স্বৰ্গীয় ডাক্তার ব্লখ্যমানের অনুরোধে ইহ কলিকাতার চিত্রশালায় প্রদত্ত হইয়াছিল। এই শিলালিপি অনুসারে রুকন-উদ্দীন বারবক শাহের রাজ্যকালে জমাদি-উল-আউয়ল মাসের দশম দিবসে ৮৬৫ হিজরায় ( ২৪ শে ডিসেম্বর ১৪৬০ খৃষ্টাব্দে ) একটি মসজিদ, নিৰ্ম্মিত হইয়াছিল দিনাজপুরে চিহিলগাজার সমাধির উপরে ওয়েষ্টমেকটু বারবক্‌ শাহের আর একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, এই শিলালিপি অনুসারে বারবকৃ শাহের রাজাকালে ৮৬৫ হিজরায় সফর মাসের ষোড়শ দিবসে ( ১লা ডিসেম্বর ১৪৬০ খৃষ্টাব্দে ) জার, বরুর ও অন্যান্য মহলের শিকদার ও জঙ্গদার উলুগু নসরৎ খ একটি মসজিদ নিৰ্মাণ করাইয়াছিলেন? ওয়েষ্টমেকটের মতানুসারে, বরুর পূর্ণিয়া জেলার একটি পরগণা। ওয়েষ্টমেকট দিনাজপুর জেলায় মহিসন্তোষ নামক স্থানে বারবক শাহের রাজাকালের আর একটি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন। তদনুসারে (S8) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt, I, p. 221. (১৩) মৌলৰ ঐযুক্ত আব্দুলওয়ালী মদারণে শেখ, ইসমাইল গঙ্গর সমাধি সম্বন্ধে এলিয়াটিক সোসাইটির পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করিয়াছেন। (>8) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, p. I, p. 295. (»*) Ibid, Vol. XLII, 1873, pt. I, pp. 272-73. (*) Ibid, p. 273.