পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ Sఆసి . শিলালিপি অনুসারে ৮৭৮ হিজরায় (১৪৭৩-৭৪ খৃষ্টাব্দে) রমজান মাসের পঞ্চবিংশ দিবসে রুকন-উদ্দীন বারবকৃ শাহের রাজাকালে মজলিস-ই-আলীর আদেশে রাস্তি খী কর্তৃক চট্টগ্রামে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ২* । এই শিলালিপিখানি একটি আধুনিক মসজিদের প্রাচীরে সংলগ্ন আছে। রিয়াজউস-সালাতন, তবকাৎ-ই-আকৃবরী ও তারিখ-ই-ফেরেশতা অনুসারে বারবক্‌ শাহ সপ্তদশ বর্ষ রাজ্যভোগ করিয়া ৮৭৯ হিজরায় ( ১৪৭৪-৭৫ খৃষ্টাকে ) পরলোকে গমন করিয়াছিলেন ২৬ । রুকন-উদ্দীন বারবকৃ শাহের বহু রঞ্জতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে ; কিন্তু এই সকল মুদ্রায় কোনও স্থানের নাম পাওয়া যায় না, সমস্ত মুদ্রাই “দার-উজ-জরব" (টাকশাল) ও “খজানা" ২৮ (কোষাগার ) হইতে মুদ্রিত হইয়াছিল। রুকন-উদ্দীন বারবক শাহের পুত্র শমস্-উদ্দীন ইউসফ শাহ পিতার মৃত্যুর পরে গৌড়ের সিংহাসন লাভ করিয়াছিলেন। র্তাহার রাজকালে শ্ৰীহট্ট মুসলমানগণ কর্তৃক বিজিত হইয়াছিল। নাসির-উদ্দীন নামক সিলহটের জনৈক মুনসেফ সুহৈল-ই-য়মন নামক একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন ২১ । তাহাতে মুসলমানগণ কর্তৃক শ্রীহট্ট-বিজয়ের জনপ্রবাদমূলক কাহিনী সঙ্কলিত হইয়াছে। এই গ্রন্থে মুসলমান বিজয়ের যেরূপ বিবরণ পাওয়া যায়, বাঙ্গালার নানাস্থানে সেইরূপ বিবরণ শুনিতে পাওয়া যায়। শ্রীহট্টে বা সিলহটে, টেলিটকর নামক মহল্লায় শেখ বুরহান-উদ্দীন নামক জনৈক মুসলমান বাস করিতেন। তিনি পুত্রলাভেচ্ছায় মানস করিয়াছিলেন যে, পুত্রসস্তান লাভ করিলে তিনি একটি গোহত্যা করিবেন। বুরহান-উদ্দীন । পুত্রসন্তান লাভ করিয়া গোহত্যা করিলে একটি চিল একখণ্ড গোমাংস লইয়া এক ব্রাহ্মণের গৃহে নিক্ষেপ করিয়াছিল। ব্রাহ্মণ শ্রীহট্টের রাজা গৌরগোবিন্দের (২৫) স্বৰ্গীয় ডাক্তার ধিয়োডোর ব্লখ কর্তৃক এই শিলালিপি পঠিত হইয়াছিল, ইহার উদ্ভূত পাঠ অন্যাবধি প্রকাশিত হয় নাই। . . (২৬) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃ: ১২০। (**) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, pp. 167-68, Nos. 133, 140-141, 146, (Iv) Ibid, p. 168, No. 148. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 273.