পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭০ বাঙ্গালার ইতিহাস নিকট অভিযোগ করিলে তাহার আদেশে বুরহান-উদ্দীনের পুত্র নিহত হইয়াছিল এবং বুরহান-উদ্দীনের দক্ষিণহস্ত কর্তিত হইয়াছিল। বুরহান-উদ্দীন শ্ৰীহট্ট পরিত্যাগ করিয়া গৌড়ে গমন করিয়াছিলেন এবং তাহার অভিযোগ অনুসারে গৌড়ের সুলতান তাহার ভ্রাতুষ্পুত্র সুলতান সিকন্দরকে ব্ৰহ্মপুত্র ও সুবর্ণগ্রামের দিকে প্রেরণ করিয়াছিলেন। শ্রীহট্টের জন প্রবাদ অনুসারে গৌড়ের সুলতান শমস্-উদ্দীনের রাজাকালে ৭৮৬ হিজরায় (১৩৮৪ খৃষ্টাব্দে ) শেষ হিন্দুরাজা গৌরগোবিন্দ পরাজিত হইয়াছিলেন ৩', কিন্তু ১৩৮৪ খৃষ্টাব্দে বাঙ্গালায় শমস্-উদ্দীন নামক কোন সুলতান ছিলেন না, তখন সিকদর শাহ গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ৩১ । অনুমান হয় যে, জনপ্রবাদমূলক তারিখের শতবর্ষ পরে শমস-উদ্দীন ইউসফ শাহের রাজাকালে শ্রীহট্টে হিন্দু-স্বাধীনতা লুপ্ত হইয়াছিল, কারণ শমস্-উদ্দীন ইউসফ শাহের শিলালিপি শ্রীহট্টে আবিষ্কৃত সৰ্ব্বাপেক্ষা প্রাচীন আরবী শিলালিপি । সুংৈল-ই --য়মন অনুসারে ইন্দ্রজালবলে গৌরগোবিন্দ সুলতান সিকন্দরকে পরাজিত করিয়াছিলেন। গৌড়ের সুলতান পরাজয়বাৰ্ত্তা শ্রবণ করিয়া সিপাহশালার নাসিরূ-উদ্দীনকে সুলতান সিকন্দর শাহের সাহায্যার্থে প্রেরণ করিয়াছিলেন । শাহ জলাল নামক জনৈক মুসলমান সাধু ৩৬০ জন দরবেশ লইয়া হিন্দুদিগের সহিত যুদ্ধ করিতেছিলেন । তিনি এই সময়ে সুলতান সিকন্দর ও সিপাহশালার নাসির-উদ্দীনের সহিত যোগদান করিয়াছিলেন । শাহ জলালের পুণ্যবলে গৌরগোবিন্দের ইন্দ্রজাল পরাজিত হইয়াছিল এবং গৌরগোবিন্দ নানাস্থানে পরাজিত হইয়া অবশেষে শ্রীহট্টে এক সপ্ততল-মন্দিরে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । নিস্কৃতিলাভের আশা নাই দেখিয়া গৌরগোবিন্দ অবশেষে আত্মসমর্পণ করিয়াছিলেন এবং সসৈন্য পাৰ্ব্বত্যপ্রদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন ৩২ ৷ সুহৈল-ই-য়মন গ্রন্থে বহু অলীক কথা সন্নিবিষ্ট হইয়াছে। এই গ্রন্থানুসারে ৫৯১ হিজরায় শাহ জলালের মৃত্যু হইয়াছিল, কিন্তু তিনি দিল্লীতে নিজামূ (ec) Ibid, p. 279. (৩১) ৯৯ পৃ: দ্রষ্টব্য। (es) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 281. (ea) Ibid, p. 281,