পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO বাঙ্গালার ইতিহাস রাজ্য বৰ্দ্ধিত হইত ও হিন্দুরাজ্য আয়তনে ক্ষুদ্রতর হইয়া যাইত। লক্ষ্মণাবতীর মুসলমান শাসনকর্তৃগণ ও বাঙ্গালার স্বাধীন মুসলমানরাজগণ, এইরূপে ধীরে ধীরে পূর্ববঙ্গের সেনরাজগণকে হীনবল করিয়া অবশেষে সুবর্ণগ্রাম অধিকার করিয়াছিলেন। আরাকাণের মগ জলদসু্যগণ সমুদ্রপথে আসিয়া নদীতীরবর্তী গ্রাম ও নগরসমূহ লুণ্ঠন ও ধ্বংস করিত। ক্রমে ক্রমে তাহাদিগের অত্যাচারে দক্ষিণবঙ্গ ভীষণ অরণ্যে পরিণত হইয়াছিল। উভয় দিক হইতে আক্রান্ত হইয়া বিক্রমপুর ও সুবর্ণ গ্রামের স্বাধীনতা লুপ্ত হইয়াছিল। পূৰ্ব্ববঙ্গের সেনবংশীয় রাজগণের কোন দিক হইতে সাহায্য প্রাপ্তির ভরসা ছিল না ; আর্য্যাবর্ভ তখন মুসলমানের করকবলিত, আর্য্যাবর্তের যে সমস্ত হিন্দুরাজা তখন পর্য্যন্ত স্বাধীন ছিলেন, তাহাদিগের অধিকার বহু দূরে অবস্থিত ছিল। চেদী, চন্দেল্প ও পরমার রাজগণের পক্ষে পূৰ্ব্ববঙ্গের সেনরাজকে সহায়তা করা অসম্ভব ছিল, কারণ মুসলমান অধিকার অতিক্রম না করিলে তাহারা পূৰ্ব্ববঙ্গে আসিতে পারিতেন না । কলিঙ্গের গঙ্গবংশীয় রাজগণের সহিত সেনরাজবংশের বন্ধুত্ব ছিল না । সেনরাজগণ হীনবল হইয়া পড়িলে কলিঙ্গরাজগণ দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ আত্মসাৎ করিয়াছিলেন । উত্তরে কামরূপ রাজ্যের সীমা পূৰ্ব্ববঙ্গের উত্তরসীমায় সংলগ্ন ছিল, কিন্তু পূৰ্ব্ববঙ্গে হিন্দ্রর অধিকার লুপ্ত হইবার বহু পূৰ্ব্বে প্রাচীন কামরূপরাজ্য বিনষ্ট হইয়াছিল । খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয় পাদের প্রারম্ভে বববর আহম জাতি আৰ্য্যাবর্তের উত্তর পূব্ব সীমাভের পর্বতমালা ভেদ করিয়া কামরূপ রাজ্য আক্রমণ করিয়াছিল,৩১ এবং শতবর্ষ মধ্যে কামরূপের হিন্দুরাজ্য বিনষ্ট হইয়াছিলণ্ডং । পূৰ্ব্ববঙ্গের সেনরাজগণ হীনবল হইয়া পড়িলে আরাকাণের মগগণ কেবল লুণ্ঠন করিয়া সন্তুষ্ট হইত না, তাহারা পূৰ্ব্ববঙ্গরাজগণকে করপ্রদানে বাধ্য করিত। ১১৩৭৩৩ ও ১২৯৪৩ খৃষ্টাবে পূৰ্ব্ববঙ্গরাজ, আরাকাণের মগগণকে কর প্রদান করিয়া স্বাধিকার রক্ষা করিয়াছিলেন। সুবর্ণগ্রাম মুসলমানগণ কর্তৃক অধিকৃত হইলেও মগদ্যুর অত্যাচার নিবারিত হয় নাই । মগদিগের আক্রমণ নিবারণ করিবার জন্ম stes) E. A. Gait's History of Assam, p. 74. (es) Ibid., p. 77. (७०) vद्रबनौकांछ छक्रयडौं विब्रउि cशौtप्लब रेष्ठिशंग, विउँौब्र थ७, श्रृं: २० ॥ (es) մ՝ शृः ७१ ।।