পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏዊ8 বাঙ্গালার ইতিহাস অভিষেকপর্ব পর্যন্ত , বঙ্গানুবাদ করিয়াছিলেন । ১৪৮৫ খৃষ্টাব্দে রচিত ধ্রুবানন্দমিশ্রের “মহাবংশাবলী” নামক কুলগ্রন্থে বিজয় পণ্ডিতের পুত্রের কুলক্রিয়ার পরিচয় লিপিবদ্ধ আছে। সুতরাং বিজয় পণ্ডিত সম্ভবতঃ এই সময়ের কিয়ংকাল পূৰ্ব্বে গ্রন্থ-রচনা করিয়াছিলেন। শমস্-উদ্দীন ইউসফ শাহের পরে দ্বিতীয় সিকন্দর শাহ নামক ইলিয়াস শাহের বংজাত এক ব্যক্তি গৌড়ের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতন অনুসারে তিনি ইউসফ শাহের পুত্র ২ ; কিন্তু ষ্টয়ার্টের মতানুসারে তিনি রাজবংশজাত মাত্র ৩। রিয়াজ-উস-সালাতন অনুসারে দ্বিতীয় সিকন্দর শাহ যে দিন সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, সেই দিনই পদচ্যুত হইয়াছিলেন। আইন-ই-আকৃবরী অনুসারে তাহার রাজ্যকাল অৰ্দ্ধদিবস' এবং তবকাৎ-ই-আকৃবরী অনুসারে সাৰ্দ্ধ দুই দিবস** । ষ্টয়ার্টের মতানুসারে দ্বিতীয় সিকন্দর শাহ দুই মাস কাল রাজ্যভোগ করিয়াছিলেন তাহার রাজ্যকালের কোনও শিলালিপি অথবা তাহার নামাঙ্কিত কোনও মুদ্রণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। দ্বিতীয় সিকন্দর শাহের পরে নাসির-উদ্দীন মহম্মদ শাহের অপর পুত্র জলাল-উদ্দীন ফতে শাহ গৌড়ের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতীন অনুসারে উন্মাদরোগের জন্য এবং রাজকাৰ্য্য পরিচালনে অক্ষমতার জন্য দ্বিতীয় সিকন্দর শাহ পদচ্যুত হইয়াছিলেন রিয়াজ-উস-সালাতীন অনুসারে ফতে শাহ ইউসফ শাহের পুত্র, কিন্তু সমসাময়িক আরবী শিলালিপি সমূহের প্রমাণানুসারে তিনি মহমুদ শাহের পুত্র । ফতে শাহ শমস্-উদ্দীন, ইউসফ শাহের জীবদ্দশায় বিদ্রোহী হইয়াছিলেন, কারণ ৮৮৬ হিজরায় তাহার নামে মুদ্রাঙ্কিত রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে ৪৮ । ঢাকায় (২) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃ: ১২১ ৷ (**) Stewart's History of Bengal, London, 1813, p. 101. (৫৪) আইন-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৪৭ ৷ (৫) তবকাৎ-ই জাক বর পারস্য মূল, নওলবিশোর প্রেস, লক্ষ্মেী, পৃঃ ৫২৫ । (**) Stewart's History of Bengal, London, 1813, p. 101. (৫৭) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পূঃ ১২১। (tw) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, pp. 169-70, Nos. 153-54.