পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ১৭৫ খিজিরপুরের অপরপারে ত্রিবেণী খালের উপরে অবস্থিত বন্দর নামক স্বানে একটি পুরাতন মসজিদে জলা-উদ্দীন, ফতে শাহের রাজ্যকালের একটি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। তদনুসারে ৮৮৬ হিজরায় জিলকাদশ মাসের প্রথম দিবসে (২রা জানুয়ার ১৪৮২ খৃষ্টাব্দে) বাবা সালেহ কর্তৃক এই মসজিদটি নিৰ্ম্মিত হইয়াছিল ৫৯ ৷ ঢাকার ধামরাই গ্রামে একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, তদনুসারে জলাল-উদ্দীন ফতে শাহের রাজ্যকালে জমাদিউল্‌-আউয়ল মাসের দশম দিবসে, ৮৮৭ হিজরায় (২৭শে জুন ১৪৮২ খৃষ্টাব্দে) মীর-বহর ( Admiral ) মালিক-উল-মুলুকৃ আখুন্দ শের কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল * । ঢাকায় বিক্রমপুরে কাজীকস্ব গ্রামে আদম্ শহীদের মসজিদে একখানি শিলালিপি আছে। তদনুসারে ৮৮৮ হিজরার রজব মাসের মধ্যভাগে (আগষ্ট মাস ১৪৮৩ খৃষ্টাব্দে ) মালিক্ কাফুর কর্তৃক জুলাল-উদ্দীন ফতে শাহের রাজ্যকালে এই মসজিদটি নিৰ্ম্মিত হইয়াছিল * । সুবর্ণগ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে জলাল-উদ্দীন, ফতে শাহের রাজ্যকালে ৮৮৯ হিজরার মহরম মাসে ( ১৪৮৪ খৃষ্টাব্দে ) রাজার পরিচ্ছদরক্ষক, মুয়জমাবাদ বা মহমুদাবাদের উজীর ও সর্লস্কর এবং লাউড় বা শ্রীহট্ট থানার সর্লস্কর কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৬২ । গৌড়ে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে উক্তবর্ষে গৌড়ে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ১৩ । গৌড়ের নিকট একটি আধুনিক মসজিদে সংলগ্ন একখানি শিলালিপি অনুসারে, জলাল-উদ্দীন ফতে শাহের রাজাকালে ৮৯১ হিজরার রমজান মাসে (সেপ্টেম্বর ১৪৮৬ খৃষ্টাব্দে ) তাজ খার পুত্র মৌলানা বরশ্বরদারের সমাধি-শীর্ষে সৈয়দ রাহতের পুত্র সৈয়দ দস্তুর কর্তৃক একটি (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, pp. 282-13. (wo) Ibid, Vol. XLI, 1872, pt. I, p. 109. (•>) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 284. (*) Ibid., pp. 285-86. (*) Cunningham's Archæological Survey Reports, Vol. XV, pI. XXIII,