পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ፋይ বাঙ্গালার ইতিহাস মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৬৪ । জলাল-উদ্দীন ফতে শাহের রাজ্যকালে সপ্তগ্রামে ৮৯২ হিজরায়, মহরম মাসের ৪র্থ দিবসে (১লা জানুয়ারী ১৪৮৭ খৃষ্টাব্দে ) সাজলো মনখাবাদের উজীর ও সর্লস্কর, সিমলাবাদ নগর, লাওবলা ও মিহিরবক্ থানার এবং হাদিগড় মহলের সর্লস্কর উলুগ মজলিস্ নূর কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল। এই মসজিদের শিলালিপি মাত্র আবিষ্কৃত হইয়াছে, ইহা সপ্তগ্রামে জলাল-উদ্দীনের সমাধিপার্শ্বে পতিত আছে * । ৮৮৬ হিজরায় ফতেহাবাদে মুদ্রিত জলালু-উদ্দীন ফতে শাহের নামাঙ্কিত রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে ৬৬ ফতে শাহের আর একটি মুদ্রায় মহম্মদাবাদ টাকশালের নাম দেখিতে পাওয়া যায় ৬৭ ফতে শাহের অন্যান্য মুদ্রায় কোষাগার ৬৮ ও টাকশালের ২৯ নাম দেখিতে পাওয়া যায় । বারবগ নামক একজন হাবশী ক্রীতদাস পদাতিক সেনাদলের সহিত ষড়যন্ত্র করিয়া ফতে শাহকে হত্যা করিয়াছিল । রিয়াজ-উস্-সালাতীনে দেখিতে পাওয়া যায় যে, ৮৯৬ হিজরায় (১৪৯০ খৃষ্টাব্দে ) জলাল-উদ্দীন ফতে শাহ নিহত হইয়াছিলেন , কিন্তু রিয়াজ-উস্-সালাতীন, তবকাৎ-ই-আকৃবরী ** ও তারিখ-ই-ফেরেশতা ২ অনুসারে ফতে শাহ সাত বৎসর পঁাচ মাস কাল রাজ্য ভোগ করিয়াছিলেন। সুতরাং ৮৯২ অথবা ৮৯৩ হিজরায় (১৪৮৬-৮৭ খৃষ্টাবে) তাহার মৃত্যু হইয়াছিল । ($8) Epigraphia fndica, Vol. II, p. 287. (97) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. 1870, pt. I, pp. 293-94. (*) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, pp. 169-70, Nos. 153-54. .156 ,Ibid, p. 110No (ون) (*) Ibid, No. 155. .157 .ibid, No (جون) (৭০) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি জম্বুবাদ, পৃ: ১২১ ৷ (৭১) তৰকাৎ-ই-আকবরী, পারস্য মূল, নওগকিশোর প্রেস, পৃঃ ৫২৫। (২) তারিখ-ই-ফেরেশত, পারস্য স্থল, মওলকিশোর প্রেস, ৭ষ ভাগ, পৃঃ ২১৯ ।