পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नयम अब्रिटष्कूल ՖԵՑ শিশুর বয়ঃপ্রাপ্তি পর্য্যন্ত অপর কোনও যোগ্যব্যক্তিকে রাজ্যভার প্রদান করা উচিত। বিধবা রাজী প্রতিজ্ঞা করিয়াছিলেন, ফতে শাহের হত্যাকারীকে যিনি নিহত করিবেন, তিনি গৌড়রাজ্য পাইবেন । উজীর, খা জহান, মন্ত্রণাসভা আহ্বান করিলে গৌড়রাজ্যের প্রধানগণ একমত হইয়া মালিকৃ আন্দিলকে গৌড়-সিংহাসনে আরোহণ করিতে অনুরোধ করিলেন, তদনুসারে মালিক আদিল হাবশী সুলতান সৈফ-উদ্দীন ফিরোজ শাহ উপাধি ধারণ করিয়া রাজ্যভার গ্রহণ করিয়াছিলেন। সুলতান শাহজাদা উপাধিধারী ক্রীতদাস বার্বগ অষ্টমাস অথবা সাৰ্দ্ধমাসদ্বয় গৌড়ীয় সিংহাসনের অধিকারী ছিলেন ১ । সুলতান সৈফ-উদ্দীন ফিরোজ শাহ রাজ্যলাভ করিয়া রাজধানী গৌড়নগরে গমন করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতীন অনুসারে সৈফ, উদ্দীন, ফিরোজ-শাহ সুবিচারক ও দাতা ছিলেন। র্তাহার দানাধিক্যে সময়ে সময়ে রাজকৰ্ম্মচারিগণ বিরক্ত হইয়া উঠিতেন । তিনি গোঁড়নগরে একটি মসজিদ, একটি দীর্ঘিকা ও একটি মিনার নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । গৌড়ে যে প্রস্তর-নিৰ্ম্মিত মিনারটি অদ্যাবধি বিদ্যমান আছে, তাহা সম্ভবতঃ ফতে শাহের ক্রীতদাস সৈফ-উদ্দীন ফিরোজ শাহ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ২ । ফ্রাঙ্কলিন গুয়ামালতীর কুঠিতে একখানি শিলালিপি দেখিয়াছিলেন, তাহাতে ফিরোজ শাহ কর্তৃক একটি মিনার নিৰ্ম্মাণের কথা ছিল । এই শিলালিপি এখন আর দেখিতে পাওয়া না । ফাগুসন (Fergusson) অনুমান করিয়াছিলেন যে, এই মিনার সুলতান গিয়াস্-উদ্দীন বলবনের পৌত্র বাঙ্গালার স্বাধীন সুলতান শমস্-উদ্দীন ফিরোজ শাহ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল । তিনি অনুমানের স্বপক্ষে কোনও প্রমাণ উল্লেখ করেন নাই, সুতরাং উহার মত (১) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১২২-২৪ । (R) ঐ, পৃঃ ১২৫ ৷ (e) Journal of a route from Rajemehul of Gaur, A. D. 1810-11, p.2. (8) Fergusson's History of Indian and Eastern Architecture, vol. II, নূতন সংস্করণে এই কথা নাই ; pp. 259-60. খ৭ সাহেৰ মৌলবী আদি wtfn "i visstry się na fosfors yflwi ftuttga-Short Notes on the Ancient Monuments of Gaur and Panduah, Malda, 1913, p.23.