পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏb8 বাঙ্গালার ইতিহাস গ্রাহ্য হইতে পারে না । ফাগুfসন ভারতেতিহাসাজত বশতঃ ভারতীয় স্থাপত্য-নিদর্শন সম্বন্ধে বহু অলীক অনুমান লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, এই জন্য র্তাহার গ্রন্থ বর্তমানযুগে পাঠের যোগ্য নহে। মেজর ফ্রাঙ্কলিন ওয়ামালতীর কুঠিতে প্রাপ্ত ফিরোজ শাহের শিলালিপির উদ্ধৃত পাঠ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, তাহাতে সৈফ-উদ্দীন ফিরোজ শাহের নাম স্পষ্ট লিখিত আছে * । ময়মনসিংহে, শেরপুরের জমিদার প্রহরচন্দ্র চৌধুরী সৈফ-উদ্দীন, ফিরোজ শাহের একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন : এই শিলালিপিখানি এক্ষণে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে । এই লিপি অনুসারে সৈফ-উদ্দীন ফিরোজ শাহ একটি গৃহ নিৰ্মাণ করিয়াছিলেন । ওয়েষ্টমেকটু গুয়ামালতীর কুঠিতে সৈফ-উদ্দীন ফিরোজ শাহের রাজ্যকালের আর একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন ; তদনুসারে উলুগ মুখলিস খ্ৰী,৮৯৪ হিজরায়, শফর মাসের পঞ্চদশ দিবসে ( ১৮ই জানুয়ারি ১৪৮৯ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । । ওয়েষ্টমেকটু পুরাতন মালদহেরকাটরায় আর একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন, তদনুসারে সৈফ-উদ্দীন ফিরোজ শাহের রাজ্যকালে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল। এই শিলালিপির তারিখ সম্পূর্ণরূপে পড়িতে পারা যায় নাই । সৈফ-উদ্দীন ফিরোজ শাহের অনেকগুলি রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে, এইগুলি ফতেহাবাদ - ও কোষাগারে *" মুদ্রিত হইয়াছিল। প্রভুপত্নীর আদেশানুসারে তিন বৎসর গৌড়-সিংহাসন অধিকার করিয়া প্রভূভক্ত হাব শী ক্রীতদাস মালিকৃ আদিল অথবা সৈফ-উদ্দীন ফিরোজ শাহ পরলোক গমন (e) Journal of a route from Rajemehul to Gaur, A. D. 1810-11, by Major William Francklin, Regulating Officer at Bhagalpore, Eastern Bengal and Assam Secretariat Press, 1910, p. 2. (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 300. (*) Ibid, Vol. XLIII, 1874, pt. I, p. 299. * (v) Ibid, p. 300. (a) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, . pt. II, p. 171, No. 160. (bo) Ibid, No. 161.