পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ - * ১৮৭ বৰ্দ্ধমান জেলার কালনায় একটি পুরাতন পরিত্যক্ত মসজিদে নাসির-উদ্দীন মহমুদ শাহের রাজ্যকালের একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। এই শিলালিপিখানি অত্যন্ত অস্পষ্ট, ইহাতে দ্বিতীয় মহমুদ শাহের নাম এবং ৮৯৬ হিজরা তারিখ আছে ২৩ ৷ এই শিলালিপিখানি বর্তমান সময়ে কলিকাতার চিত্রশালার রক্ষিত আছে। দ্বিতীয় মহমুদ শাহের দুই একটি রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে ২° । সিদীবদর দেওয়ানা, শমস্-উদ্দীন মজঃফর শাহ উপাধি ধারণ করিয়া গৌড়ের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । বাঙ্গালার হাবশী ক্রীতদাসগণ সম্বন্ধে গোলাম হোসেন লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, বাবৃবগত কর্তৃক জলালউদ্দীন ফতে শাহ নিহত হইলে, যে কেহ রাজাকে হত্যা করিত সেই দেশের সৰ্ব্বত্র সিংহাসনের প্রকৃত অধিকারিরূপে সন্মানিত হইত ২৫ । পর্তুগীজ ঐতিহাসিক ফরিয়া-ই-সুজা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, গৌড়দেশে পুত্র পিতৃসিংহাসন অধিকার করে না, সময়ে সময়ে ক্রীতদাসগণ প্রভৃহত্যা করিয়া রাজ্যলাভ করে ২৬ । ফেরেশতা বিদ্রুপ করিয়া লিখিয়া গিয়াছেন যে, প্রভৃহত্যা না করিলে কেহ গৌড়ের সিংহাসন লাভ করিতে পারিত না ২ । রিয়াজ-উস-সালাতীন অনুসারে শমসূ-উদ্দীন মজঃফর শাহ সিংহাসন লাভ করিয়া অভিজাত বংশজ বহু বিদ্বান ও ধৰ্ম্মপ্রাণ ব্যক্তিকে নিহত করিয়াছিলেন এবং যে সকল হিন্দুরাজা গৌড়ের মুসলমান বাদশাহগণের বিরোধী ছিলেন, তাহারাও এই সময়ে বিনষ্ট হইয়াছিলেন। সৈয়দ হোসেন শরীফ মক্কী মজঃফর শাহের উজীর ও প্রধান কৰ্ম্মচারী নিযুক্ত হইয়াছিলেন। র্তাহার পরামর্শ অনুসারে মজঃফর শাহ সৈনিকদিগের বেতন হ্রাস করিয়া অর্থ সঞ্চয়ে মনঃসংযোগ করিয়াছিলেন। মজঃফর শাহ রাজস্ব-সংগ্রহকালে (২৩) , Annual Report of the Archæological Surveyor, Bengal Circle, 1903-4, p. 4. (os) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II. pt. II, p. 171, No. 162. (২৫) রিয়াজ-উস-সালাতন. ইংরাজি অনুবাদ, পৃ: ১২৪ ৷ (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I. p. 286. (২৭) তারিখ-ই-ফেরেশতা, পারস্য মূল, পৃ. ৩০০।