পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ Sbసి পাচ মাস কাল রাজ্যভোগ করিয়াছিলেন এবং তৎকর্তৃক নিৰ্ম্মিত একটি মসজিদ গোলাম হোসেনের জীবদ্দশায় গৌড়ে বিদ্যমান ছিল ৩৩ ৷ গৌড়ের নিকটে গঙ্গারামপুরে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে মজঃফর শাহের রাজ্যকালে মৌলানা আতা বা কুতব -আউলিয়া-মখদুম কর্তৃক ৮৯৬ হিজরায় (১৪৯০ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৩• । পাণ্ডুয়ায় চোটদরগাহে নূর কুতব-উল-আলমের সমাধির নিকটে একখানি শিলালিপি রক্ষিত আছে, তদনুসারে সৈয়দ নূর কুতব-উল আলমের সমাধিগৃহ, সমসূউদ্দীন মজঃফর শাহের রাজ্যকালে ৮৯৮ হিজরায় রমজান মাসের সপ্তদশ দিবসে (২রা জুলাই ১৪৯৩ খৃষ্টাব্দে ) নিৰ্ম্মিত হইয়াছিল ৬৫ । মালদহে ম্যাজিষ্ট্রেটের কুঠতে রক্ষিত একখানি শিলালিপি অনুসারে শমস্-উদ্দীন, মজঃফর শাহের রাজ্যকালে ৮৯৮ হিজরায়, রবি-উল-আউয়ল মাসের দশম দিবসে (৩০ শে ডিসেম্বর ১৪৯২ খৃষ্টাব্দে ) মজলিস উলুগ খুরশেদ একটি মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন ৩৬ ৷ পাণ্ডুয়ায় আর একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছিল, তদনুসারে মৌলানা আতা শমস্-উদ্দীন মজঃফর শাহের রাজ্যকালে একটি মসজিদ নিৰ্ম্মাণ করিয়াছিলেন ৩৭ ৷ শমস্-উদ্দীন মজঃফর শাহের সুবর্ণ ও রজতনিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে, এই সকল মুদ্রায় বাবুবকাবাদ ও৮, কোষাগার ৩৯ ও টাকশালের • • নাম দেখিতে পাওয়া যায়। বাবকাবাদ মোগল-সাম্রাজ্যের একটি পুরাতন সরকারের নাম ’’, (৩৩) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃ: ১২৮। (98) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 290. (ee) Ibid., pp. 290-91. (*) Proceedings of the Asiatic Society of Bengal, 1890, p. 242. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI, 1872, pt. I, p. 107. (*) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 171, No. 163. (e») Ibid, p. 172, No. 165. w (৪) এই মূল অ্যাবধি প্রকাশিত হয় নাই। পাটনার বা ঐযুক্ত রাধাকৃষ্ণ জালালের निको ७ िझूजा आश् । (ss) जांश्नैो-३-चाकूददी, रे«दाथि चबूदान, विठोब फांभ, श्रृंः ५०१ ।।