পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ২০৭ নামক একটি কাব্য রচনা করিয়াছিলেন, তাহার গ্রন্থের পুম্পিকায় হোসেন শাহের নাম আছে— মুকুন্দ পণ্ডিত যুত বিপ্রদাস নাম চিরকাল বসতি বাদুড্যা বটগ্রাম যুক্ল দসমী তিথি বৈশাখ মাসে সিআরে বসিয়া পদ্মা কহিলা উপদেশে কবিগুরু ধিরজনে করি পরিহার রচিল পদ্মার গিত সাস্ত্র অনুসার সিন্ধু ইন্দ্রবেদ মহি সক পরিমাণ নৃপতি হুসেন সা গৌড়ে যুলক্ষণ ॥২৮ যশোরাজ খাঁর রচিত একটি গীতে হোসেন শাহের নাম পাওয়া যায়— শ্ৰীযুত হসন, জগত ভূষণ, সেহ এহি রস জান ॥২৯ রিয়াজ-উস-সালাতীন অনুসারে আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালে জহীরূ-উদ্দীন মহম্মদ বাবর বাদশাহ—ভারতবর্ষ আক্রমণ করিয়াছিলেন ও', কিন্তু প্রকৃতপক্ষে বাবর হোসেন শাহের মৃত্যুর সাত বৎসর পরে, ভারতবর্ষে প্রবেশ করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতন অনুসারে ১২৭ হিজরায় (১৫২০ খৃষ্টাব্দে ) হোসেন শাহের মৃত্যু হইয়াছিল ৩২, কিন্তু ১২৫ হিজরায় মুদ্রিত হোসেন শাহের পুত্ৰ নাসির-উদ্দীন নসরৎ শাহের নামাঙ্কিত মুদ্রা আবিষ্কৃত হইয়াছে ৩৩ সুতরাং উক্তবর্ষেই (১৫১৯ খৃষ্টাব্দে ) হোসেন শাহের (av) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. V, p. 253 Proceedings of the Asiatic Society of Bengal, 1893, p. 20. (**) Dinesh Chandra Sen's History of the Bengali Language and Literature, p. 12, note 3. (००) ब्रिबाण.-ऐन्-नांनाउँीन. रेरबाथि चइवान, श्रृंः २०० ।। (**) James Burgess's Chronology of India Edinburgh, 1913, p. 19. (७५) बिद्राण-प्लग-नानाफीन, रेरब्रवि थइवांग,१ः ५०० ।। (ee) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II; pt. II, pp. 176-7& Nos, 22, 204.07, 213, 21s.