পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ου বাঙ্গালার ইতিহাস মৃত্যু হইয়াছিল। আলা-উদ্দীন হোসেন শাহের তিন পুত্রের নাম অ্যাবধি আবিষ্কৃত হইয়াছে, তন্মধ্যে জ্যেষ্ঠ পুত্র শাহজাদা দানিয়াল আহম্-যুদ্ধে নিহত হইয়াছিলেন, কনিষ্ঠ পুত্ৰগণের মধ্যে নাসির-উদ্দীন নসরৎ শাহ ও গিয়াস্উদ্দীন মহমুদ শাহ গৌড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। রিয়াজ-উস্সালাতীন অনুসারে হোসেন শাহের অষ্টাদশ পুত্র ছিল, ৩• কিন্তু অবশিষ্ট পঞ্চদশের নাম জানিতে পারা যায় নাই । আলা-উদ্দীন হোসেন শাহের মৃত্যুর পরে গৌড়রাজ্যের প্রধানগণ র্তাহার অন্যতম পুত্ৰ নাসির-উদ্দীন নসরৎ শাহকে গৌড়-সিংহাসনে স্থাপন করিয়াছিলেন। পারস্য ভাষায় রচিত ইতিহাস সমুহানুসারে নসরৎ শাহের অপর নাম নসীব, শাহ। মুসলমান রাজ্যসমূহে প্রচলিত প্রথানুসারে তিনি অপর ভ্রাতৃগণকে হত্য না করিয়া তাহাদিগের পদবৃদ্ধি করিয়াছিলেন। নসরৎ শাহ কর্তৃক তীরভূক্তির হিন্দুরাজ্য বিজিত হইয়াছিল। তাহার আদেশে মখদুমূ আলম এবং আলা-উদ্দীন নামধেয় হোসেন শাহের জামাতৃদ্বয় তীরভূক্তি আক্রমণ করিয়াছিলেন এবং পাটনার অপর পারে হাজীপুর নামক স্থানে স্কন্ধাবার স্থাপন করিয়াছিলেন। চাগাটাই মোঙ্গোলবংশীয় জহীরউদ্দীন মহম্মদ বাবর বাদশাহ ১৫২৬ খৃষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত ও নিহত করিলে বহু সন্ত্রান্ত আফগান গোঁড়রাজ্যে আসিয়া নসরৎ শাহের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন ৩৫ । বাঙ্গালা দেশ হইতে আফগানগণ, সুলতান ইব্রাহিম লোদীর ভ্রাতা, সুলতান মহমৃদ লোদীকে রাজপদে বরণ করিয়া মোঙ্গোলদিগের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হইয়াছিল। বাবর সে সময়ে জৌনপুর প্রদেশ অধিকারে ব্যস্ত ছিলেন, সুলতান মহমূদ অবসর বুঝিয়া লক্ষাধিক সেনা সংগ্ৰহ করিয়া চুনারাভিমুখে যাত্রা করিলেন। ইহার পূৰ্ব্বে, নসরৎ শাহের আদেশে গৌড়ীয় সেনাপতি কুতব খ। বহরাইচ অভিমুখে যাত্রা করিয়াছিলেন । তাহার সহিত মোঙ্গোলসেনার বহুবার যুদ্ধ হইয়াছিল ৩৬ । অবশেষে বাবরের সেনাপতিগণ জৌনপুর প্রদেশ জয় করিয়াছিলেন। মহমূদ শাহ চুনারাভিমুখে যাত্রা -- (৩৪) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুৰা, পৃঃ ১৬৪ । . . , # : وهو :q ,في : (ماه) (९*) ? विग्राथ-उग-जांनाउँौम, देशबांथि चङ्गबांग,१- ***