পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ శిOS করিয়াছেন শুনিয়া বাবর বিহারের দিকে অগ্রসর হইলেন । র্তাহার আগমনসংবাদ শ্রবণ করিয়া সুলতান মহমুদ লোদীর সেনাদল ছত্রভঙ্গ হইয়া পলায়ন করিল ও* । পরে বাবর বাঙ্গালী রাজ্য জয় করিতে যাত্রা করিলেন । ইহা জানিতে পারিয়া নসরৎ শাহ দূতসহ বহুমূল্য উৎকৃষ্ট উপহার প্রেরণ করিয়া সন্ধি করিবার অভিলাষ জ্ঞাপন করিলেন ৩৮। সন্ধি স্থাপিত হইবার পূর্কে বাবর তীরভূক্তি অধিকার করিয়া গঙ্গা ও গণ্ডকীর সঙ্গমস্থলে আফগানদিগকে পরাজিত করিলেন ওs । বাবর এই সময়ে শুনিতে পাইলেন যে, বঙ্গরাজ্য হইতে আফগান সেনা লক্ষ্মেী আক্রমণ করিয়াছে। তিনি নসরৎ শাহের সহিত সন্ধিস্থাপন করিয়া জৌনপুরের দিকে প্রত্যাবর্তন করিলেন “ । শোণ ও গঙ্গার সঙ্গমস্থলে মুনের নগরে এই সন্ধিস্থাপিত হইয়াছিল এবং স্থির হইয়াছিল যে, গৌড়ের সুলতান আর কখনও সুলতান মহমুদ লোদীকে কোনও রূপ সাহায্যে করিবেন না • • । ফরীদন্ত-উদ্দীন শের খার বিশ্বাসঘাতকতায়, সুলতান মহমুদ লোদী লক্ষেীর যুদ্ধে পরাজিত হইয়। রাজ্যত্যাগ করিয়াছিলেন ২ । তিনি পাটনা প্রদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন এবং শের শাহের রাজ্যের প্রথম ভাগে ৯৪৯ হিজরায় (১৫৪২ খৃষ্টাব্দে ) তাহার মৃত্যু grrfirst set বদাওনী ও রিয়াজ-উস-সালাতন অনুসারে ৯৩৭ হিজরায় (১৫৩০ খৃষ্টাব্দে) সুলতান জহীরূ-উদ্দীন, মহম্মদ বাবর বাদশাহের মৃত্যু হইয়াছিল** । তিনি তাহার আত্মজীবনীতে বাঙ্গালার সুলতান নসরৎ শাহের উল্লেখ করিয়াছেন হুমায়ূন দিল্লীর সিংহাসনে আরোহণ করিলে নসরৎ শাহ শুনিতে পাইলেন যে, দিল্লীর বাদশাহ বাঙ্গাল দেশ জয় করিবার উদ্যোগ (**) Elphinstone's History of India, Ninth Edition, p. 425. (৩৮) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৩৫ ৷ (৩৯) গৌড়ের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, পৃঃ ১৫১ ৷ (৪০) রিয়াজ-উস-সালাভীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৩৫ ৷ (8s) cर्शाएप्लग्न हेडिशांज, विडौञ्च थ७, श्रृं: s५४ ।। (88) Elliot's History of India, Vol. IV, p. 349, (89) Ibid, p. 350. (ss) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অম্বুবাদ, পৃ. ১৩৬ । (se) Talbot's Memoirs of Babar, London, 1909, pp. 189-90. ১৪—দ্বিতীয় ভাগ