পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ২১৫ শিক্ষক, মালিক-উল-উমর-ওয়াল-উজরা, তকী-উদ্দীন বার মালিকূ-উলমজলিস কর্তৃক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ৬৪ । মঙ্গলকোটে, বড়বাজার নূতন হাটের মসজিদ ৯৩০ হিজরায় (১৫২৪ খৃষ্টাব্দে ) মুরাদ হয়দর খার পুত্ৰ শ্ৰী মিয়া মুয়জম্ কর্তৃক নির্মিত হইয়াছিল । । মালদহে মোলনাতলীতে সুলতান শাহাব-উদ্দীনের কবরের উপরে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে র্থ মুম্বুজম্ ফতে খ উক্তবর্ষে একটি মসজিদের তোরণ নিম্মর্ণণ করাইয়াছিলেন ১৮ । রাজশাহী জেলায় বাঘাগ্রামে অবস্থিত একটি মসজিদের শিলালিপি অনুসারে নসরৎ শাহের রাজ্যকালে, ৯৩০ হিজরায় উক্ত মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ১৯ । ৯৩১ হিজরায় গৌড়ে নসরৎ শাহ কর্তৃক শেখ আখি সিরাজ-উদ্দীনের সমাধির তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল ৯৩২ হিজরায় (১৫২৬ খৃষ্টাব্দে) গৌড়ের প্রসিদ্ধ বারদুয়ারী বা সোণা মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল গোঁড় হইতে একখানি শিলালিপি স্ত্রীরামপুরে আনীত হইয়াছিল, ইহা এক্ষণে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে । তদনুসারে ৯৩৩ হিজরায় (১৫২৭ খৃষ্টাব্দে) নসরৎ শাহের রাজ্যকালে মজলিস-সাদ একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ২ । যুক্তপ্রদেশে আজমৃগঢ় জেলায় সিকন্দর পুর গ্রামে সরযুনদীর পূর্বপারে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, ৯৩৩ হিজরার রজব মাসের সপ্তবিংশ দিবসে (২৮শে এপ্রিল ১৫২৭ খৃষ্টাব্দে ) খরদ গিরিসঙ্কটের সরলস্কর, উলুগ খী কর্তৃক একটি " মসজিদ নির্মিত হইয়াছিল ৩ । মালদহে লঙ্কাপতি শাহ নামক পীরের কবরে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ১৩৫ হিজরায় (১৫২৮-২৯ খৃষ্টাব্দে ) নসরৎ (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI, 1872, pt. I, pp. 337-38. •. (&*) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 296. (ew) Ibid, Vol. XLIII, 1873, pt. I, p. 307. (wa) Ibid Vol. LXXIII, 1904. pt. I, p. 111. (৭০) প্রকাশিত । (45) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 15. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. хLIII, 1874, pt. I, p. 307. - (*•) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 296.