পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१o বাঙ্গালার ইতিহাস সেনাপতি ইব্রাহিম খা, শের ধার স্কন্ধাবার বেষ্টন করিয়া চারিদিকে তোপ স্থাপন করিলেন এবং নুতন সেনা প্রেরণ করিবার জন্য গৌড়েশ্বরকে অনুরোধ করিয়া পাঠাইলেন। কিয়ংকাল মৃন্ময়-প্রাচীরবেষ্টিত-স্কন্ধাবার হইতে যুদ্ধ করিয়া শের খাঁ দূতমুখে ইব্রাহিম খাকে জ্ঞাপন করিলেন যে, তিনি পরদিন প্রভাতে স্কন্ধাবার হইতে নির্গত হইয়া তাহাকে আক্রমণ করিবেন । রাত্রিশেষে শের খণ সুশিক্ষিত অল্পসংখ্যক সেন স্কন্ধাবারে রাখিয়া অবশিষ্ট সেনার সহিত উচ্চভূমির অন্তরালে অপেক্ষা করিতে লাগিলেন। গৌড়ীয় সেনা আসিলে শের র্থার অশ্বারোহী সেনা একবার শর নিক্ষেপ করিয়া পৃষ্ঠ প্রদর্শন করিল । আফগানগণ পলায়ন করিতেছে ভাবিয়া গৌড়ীয় অশ্বারোহিদল তাহাদিগের পশ্চাদ্ধাবন করিল। তখন শের র্থ লুক্কায়িত সেনাদল গইয়া গৌড়ীয় সেনা আক্রমণ করিলেন । গোঁড়ীয় সেনা রণে ভঙ্গ না দিয়া স্থির হইয়া দাড়াইল ; ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল এবং ইব্রাহিম খাঁ নিহত হইলেন । সেনাপতি নিহত হইলে গৌড়ীয় সেনা পরাজিত হইল এবং গৌড়েশ্বরের কোষাগার, সমস্ত হস্তী ও তোপ শের খশ কর্তৃক অধিকৃত হইল । ইহার পরে শের খ" গৌড়রাজ্য আক্রমণ করিয়া শিক্রিগলি বা মণ্ডলার গিরিপথের সীমা পর্য্যন্ত গোঁড়রাজ্য অধিকার করিয়াছিলেন। রিয়াজ-উস্সালাতন অনুসারে গৌড়রাজ্যের প্রধানগণ একমাস কাল শিক্রিগলির গিরিপথ রক্ষা করিয়া অবশেষে পরাজিত হইয়াছিলেন এ । ৯৪৩ হিজরায় (১৫৩৬ খৃস্টাব্দে ) শের খ” শিক্রিগলির গিরিপথ অধিকার করিয়াছিলেন । শিক্রিগলি অধিকৃত হইলে শের খশ তাহার পুত্র জলাল খণ, সেনাপতি খাওয়াস খ" এবং অন্যান্য আফগান প্রধানগণকে গৌড়রাজ্য বিজয় করিতে প্রেরণ করিয়াছিলেন । গিয়াস-উদ্দীন মহমুদ শাহ তাহাদিগের গতিরোধ করিবার চেষ্টা করিয়াছিলেন এবং পরাজিত হইয়া প্রাকার ও পরিখাবেটিত গৌড়নগরে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । আফগান সেনা গোঁড়নগর অবরোধ করিয়া গোঁড়রাজ্যের অবশিষ্ট অংশ অধিকার করিয়াছিল । গিয়াস (*) Ibid., pp. 338-39. (৩) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১০৯। (s) Elliot's History of India, Vol. IV, p. 356. (५) नििक्षांच.-ऎग-गाणांख्रीश्.श्रवांषि चक्री, शृः ॰० ।। (*) Elliot's History of India, Vol. IV, pp. 356-57.